Narendra Modi On Pakistan : সন্ত্রাসবাদের প্রশ্নে কাউকে রেয়াত করবে না ভারত, ফের হুঙ্কার প্রধানমন্ত্রীর

46

ডিজিটাল ডেস্ক, ২৬ মে : সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনরায় স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জানিয়ে দিলেন যে ভারত এই বিষয়ে কোনও দেশকেই রেয়াত করবে না—পাকিস্তানও নয় (Narendra Modi On Pakistan)। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে ২৬ জন নিরীহ পর্যটকের হত্যার প্রসঙ্গ উল্লেখ করে মোদী বলেন, ‘‘ভারত পর্যটনে বিশ্বাস করে, কারণ পর্যটন মানুষকে একত্রিত করে। কিন্তু পাকিস্তান সন্ত্রাসবাদকেই পর্যটন হিসেবে দেখে, যা সমগ্র বিশ্বের জন্য বড় হুমকি।’’

গুজরাটের ভুজে এক সমাবেশে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট ভাষায় জানান, পহেলগামের মর্মান্তিক ঘটনার পর পাকিস্তানকে ১৫ দিন সময় দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও তারা জঙ্গিদের বিরুদ্ধে কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি।

মোদী মন্তব্য করেন, ‘‘ওদের কাছে সন্ত্রাসবাদ রুটি-মাখনের মতো! তাই যখন তারা কোনও পদক্ষেপ নেয়নি, তখন আমি আমাদের সশস্ত্র বাহিনীকে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটি ধ্বংস করার পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম।’’

প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন যে ভারত আগামী দিনেও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে। তিনি স্পষ্ট করেছেন, যদি ভবিষ্যতে কোনও হামলার চেষ্টা করা হয়, ভারত চুপ করে বসে থাকবে না—প্রত্যাঘাত নিশ্চিতভাবেই হবে। এছাড়া, তিনি সতর্ক করেছেন যে পাকিস্তান যদি অবিলম্বে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করে, তাহলে আগামী দিনে তাদের জন্য পরিস্থিতি বিশেষ সুখকর হবে না।

পহেলগামে জঙ্গি হামলার পাল্টা জবাব হিসেবে ৭ মে ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করে। ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের উদ্দেশে বলেন, “সুখ-শান্তিতে জীবনযাপন করো, রুটি খাও, না হলে আমাদের বুলেট সবসময় তৈরি!”

পহেলগামের ঘটনার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘‘যারা আমাদের রক্তপাত ঘটাবে, তারা সমপরিমাণ প্রতিক্রিয়া দেখতে পাবে। কোনও অবস্থাতেই তাদের রেহাই দেওয়া হবে না। অপারেশন সিঁদুর মানবতা রক্ষা এবং সন্ত্রাসবাদের অবসানের লক্ষ্য নিয়ে পরিচালিত একটি মিশন।’’