Bomb Threat At Swasthya Bhawan : ফের স্বাস্থ্যভবনে হুমকি মেল! বিকেল পাঁচটায় বিস্ফোরণের হুঁশিয়ারি!

14

ডিজিটাল ডেস্ক, ২৭ মে : সোমবারের পর মঙ্গলবারও স্বাস্থ্যভবনে এসেছে হুমকি ইমেল। ইমেলে জানানো হয়েছে, ভবনে রাখা বোমার বিস্ফোরণ ঘটবে বিকেল পাঁচটায়। এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে প্রশাসন—বিশাল পুলিশ বাহিনী স্বাস্থ্যভবনে পৌঁছে যায় এবং জোরকদমে তল্লাশি শুরু হয় (Bomb Threat At Swasthya Bhawan)।

মঙ্গলবার সকালে হুমকি ইমেল আসার পর স্বাস্থ্যভবনে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিধাননগর থানায় এবং বম্ব স্কোয়াডকে সতর্ক করা হয়। যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি শুরু হয়—পুলিশি কুকুরও আনা হয়েছে অনুসন্ধানের জন্য। এখনও পর্যন্ত বিস্ফোরক সংক্রান্ত কিছু পাওয়া যায়নি বলে জানা গেছে, তবে কর্মীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তল্লাশির পাশাপাশি, ওই ইমেল কে পাঠিয়েছে তা খতিয়ে দেখছে সাইবার ক্রাইম শাখার আধিকারিকেরা।

সোমবার সকালে স্বাস্থ্যভবনে একটি হুমকি ইমেল আসে, যেখানে জানানো হয়, ৩০ মিনিটের মধ্যে ৪টি আইইডি দিয়ে ভবনটি উড়িয়ে দেওয়া হবে। এই বার্তা প্রকাশ্যে আসতেই কর্মীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিধাননগর থানায় দ্রুত খবর দেওয়া হয়, এবং পুলিশ কুকুর ও বম্ব স্কোয়াড গোটা এলাকায় তল্লাশি শুরু করে। তবে সেই অনুসন্ধানে কিছু পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ইমেলটি একটি ভুয়ো আইডি থেকে পাঠানো হয়েছিল। সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার আবারও বিকেল পাঁচটার মধ্যে স্বাস্থ্যভবন উড়িয়ে দেওয়ার হুমকি আসে, যা নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।