Corona Update West Bengal : সাবধান! বাংলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা, দেশে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল, রাজ্যে করোনা আক্রান্ত দুই শিশু

26

ডিজিটাল ডেস্ক, ২৭ মে : মালদার ইংলিশ বাজার থানার এক দুই বছরের শিশুর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত শনিবার জ্বর, সর্দি-কাশি এবং পিঠে চোট পাওয়ার কারণে তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই শিশুটির নমুনা সংগ্রহ করে একাধিক পরীক্ষা চালানো হয় (Corona Update West Bengal)।

পরীক্ষার ফলাফলে ওই শিশুর করোনা পজিটিভ ধরা পড়ে, যার পর তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পিকু ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই উন্নতি হয়েছে। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন, করোনা পরিস্থিতি নিয়ে এখনো কেন্দ্র বা রাজ্যের তরফ থেকে কোনও নির্দিষ্ট নির্দেশিকা জারি করা হয়নি।

সরকারের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে এখনই করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। চলতি মাসের ২৬ মে পর্যন্ত সারা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,০১০ জন, আর বাংলায় আক্রান্তের সংখ্যা প্রায় ১৮ জন। এরই মধ্যে মালদায় নতুন করে সংক্রমণ ধরা পড়ায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে।

বাংলায় সম্প্রতি ৪ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন—একজন গৃহবধূ, এক কিশোর, এক প্রসূতি এবং এক নাবালক। জানা গেছে, আক্রান্ত গৃহবধূ ও কিশোর ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মগরাহাটের বাসিন্দা।

কলকাতায় নতুন করে দু’জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। একটি বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গেছে, এক প্রসূতি করোনা আক্রান্ত হয়েছেন, যার মধ্যে জ্বর, সর্দি ও কাশির মতো উপসর্গ রয়েছে। তাঁকে কাঁকুরগাছির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, দক্ষিণ কলকাতার আরেকটি বেসরকারি হাসপাতালে ১৫ বছরের এক নাবালক করোনা সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছে।