ডিজিটাল ডেস্ক, ৩০ মে : প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ দাবি করেছেন যে ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তান চার টুকরো হয়ে যেতে পারত। দেশীয় প্রযুক্তিতে তৈরি নৌবহর ‘আইএনএস বিক্রান্ত’-এ নৌসেনার আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই মন্তব্য করেন। রাজনাথ সিংহ ব্যাখ্যা দিয়ে বলেন, যদি ভারতের নৌসেনাও ‘অপারেশন সিঁদুর’-এ স্থলসেনা ও বায়ুসেনার সঙ্গে যুক্ত হত, তাহলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠত পাকিস্তানের জন্য (Rajnath Singh On Operation Sindoor)।
রবিবার গোয়ায় বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ফের পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তিনি বলেন, পাকিস্তানের উচিত তাদের ভূমি থেকে সন্ত্রাসবাদের শিকড় নির্মূল করা। এই প্রসঙ্গে তিনি আরও জানান, “যদি পাকিস্তান সত্যিই আলোচনায় আগ্রহী হয়, তাহলে তারা হাফিজ সইদ ও মাসুদ আজহারকে ভারতের হাতে তুলে দিক, যাতে উপযুক্ত বিচার সম্ভব হয়।”
রাজনাথ সিংহ তাঁর বক্তব্যে ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন, ‘‘১৯৭১ সালে ভারতের নৌসেনা সক্রিয় ভূমিকা নেওয়ার পরই পাকিস্তান দু’টুকরো হয়ে গিয়েছিল—একটি বর্তমান পাকিস্তান এবং অন্যটি সাবেক পূর্ব পাকিস্তান, যা এখন বাংলাদেশ।’’তিনি আরও মন্তব্য করেন, ‘‘যদি অপারেশন সিঁদুরের সময় নৌসেনা ময়দানে নামত, তবে আমার বিশ্বাস, পাকিস্তান চার টুকরো হয়ে যেত।’’
শুক্রবার আরব সাগরে ভাসমান ‘আইএনএস বিক্রান্ত’-এ পরিদর্শনে যান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সেখানে তিনি সামগ্রিক পরিস্থিতি ও প্রস্তুতি খতিয়ে দেখেন। পরিদর্শনের পর, পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে সমুদ্রে ভারতের আধিপত্য নিশ্চিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য নৌসেনাকে ধন্যবাদ জানান।