Mamata Banerjee Cabinet Meeting : মন্ত্রিসভার বৈঠকে ভর্ৎসিত পরিবহণমন্ত্রী, ভর্ৎসনা লিগাল সেলকেও, বিশেষ দায়িত্ব পাচ্ছেন মন্ত্রী চন্দ্রিমা ও মলয়

23

ডিজিটাল ডেস্ক, ২ জুন : মন্ত্রিসভার বৈঠকে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর ওপর ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সোমবার দুপুরের বৈঠকে মমতা বলেন, “আমি খবরের কাগজ পড়ে জানতে পারছি যে বিভিন্ন সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, অথচ আমাকে কিছুই জানানো হয়নি।” তিনি স্পষ্টভাবে নির্দেশ দেন, এভাবে দফতরের কাজ করা যাবে না (Mamata Banerjee Cabinet Meeting)।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “মন্ত্রীরা অফিসারদের কথা শুনছেন, তাঁদের দাবি মেনে কাজ করছেন। আবার সেই অনুযায়ী অফিসারদের নির্দেশ দিচ্ছেন, যার ফলে সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকরী প্রক্রিয়া মন্ত্রকের মধ্যেই সীমাবদ্ধ থাকছে, অথচ আমি কিছুই জানতে পারছি না। শেষমেশ খবরের কাগজ পড়ে জানতে হচ্ছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। এভাবে কাজ করা যাবে না। কোনো সমস্যা হলে আমাকে বিষয়টি দেখতে হবে, সেটাও চলবে না। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে জানাতে হবে।”

এটাই প্রথম ঘটনা নয়—এর আগেও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রাথমিক শিক্ষায় সেমেস্টার পদ্ধতি চালুর প্রস্তাব দিয়েছিলেন এবং তা সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছিলেন। তখনই মুখ্যমন্ত্রী তাঁকে তীব্র ভর্ৎসনা করেন এবং স্পষ্ট করেন যে তাঁর অনুমোদন ছাড়া কোনো মন্ত্রক সিদ্ধান্ত নিতে পারবে না। পরবর্তীতে সেই সেমেস্টার পদ্ধতির প্রস্তাব বাতিল হয়ে যায়।

এদিন রাজ্যের লিগাল সেলের কার্যকারিতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনি লিগাল সেলের দায়িত্বপ্রাপ্ত চন্দ্রিমা ভট্টাচার্য ও মলয় ঘটককে নির্দেশ দেন, “লিগাল সেল শুধু নামে আছে, কিন্তু কার্যত তেমন কাজ হচ্ছে না। চন্দ্রিমা, তুমি মলয়ের সঙ্গে বসে আলোচনা করো এবং লিগাল সেলকে সঠিকভাবে সক্রিয় করে তোলো।”

কয়েক দিন আগে তৃণমূলের লিগাল সেলের চেয়ারম্যানের পদ থেকে মলয় ঘটককে সরিয়ে সেখানে দায়িত্ব দেওয়া হয় চন্দ্রিমা ভট্টাচার্যকে। শুক্রবার দলের তরফে এক প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয় এবং শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠনের আশ্বাস দেওয়া হয়। তবে আজকের মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রিমাকে নির্দেশ দেন, মলয় ঘটকের সঙ্গে বসে লিগাল সেলকে সক্রিয় করার ব্যবস্থা নিতে হবে।

প্রত্যেক রাজনৈতিক দলেরই একটি লিগাল সেল থাকে, যা দলীয় আইনি বিষয়গুলি দেখভাল করে। তৃণমূলের এই সেলের চেয়ারম্যানের পদ থেকে মলয় ঘটককে সরানোর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, কারণ দলীয়ভাবে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে দলের একাংশ মনে করছে, সাম্প্রতিক কিছু ঘটনায় তাঁর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই কারণেই এই রদবদল কিনা, তা নিয়ে দলের অভ্যন্তরে আলোচনা চলছে।