Sankar Malakar Joined TMC : জল্পনার অবসান ঘটিয়ে ‘হাত’ ছেড়ে ‘ফুলে’ শঙ্কর মালাকার

11

ডিজিটাল ডেস্ক, ৪ জুন : আজ কলকাতার তৃণমূল ভবনে অরূপ বিশ্বাস-সুব্রত বক্সিদের উপস্থিতিতে ২০১৬ সালের মাটিগাড়া-নকশালবাড়ি প্রাক্তন কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন (Sankar Malakar Joined TMC)।

প্রসঙ্গত শঙ্কর মালাকার বঙ্গের রাজনীতিতে সুপরিচিত নাম, যিনি ২০১১ থেকে ২০২১ পর্যন্ত টানা দশ বছর বিধানসভায় কংগ্রেসের হয়ে জনপ্রতিনিধিত্ব করেছেন। উত্তরবঙ্গ, বিশেষ করে সেখানকার তপসিলি সম্প্রদায়ের মধ্যে তাঁর প্রভাব উল্লেখযোগ্য। এই কারণে, তার তৃণমূলে যোগদানের ফলে কংগ্রেসের অবস্থান স্বাভাবিকভাবেই দুর্বল হতে চলেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল রাজ্যজুড়ে বড় সাফল্য পেলেও উত্তরবঙ্গে সেই দাপট তুলনামূলকভাবে কম ছিল। অন্যদিকে, শঙ্কর মালাকারের নিজস্ব রাজনৈতিক প্রভাব থাকলেও তিনি তাঁর কেন্দ্রে পরাজিত হন, যেখানে জয় লাভ করেছিল বিজেপি। এই পরিস্থিতিতে, তাঁর দলবদলের পিছনে পুরনো আসন পুনরুদ্ধারের অভিপ্রায় রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

২৬-এর নির্বাচনের আগে এই দলবদল উত্তরবঙ্গে তৃণমূলের শক্তি বাড়াতে পারে। শঙ্কর মালাকারকে সংগঠক হিসেবে কাজে লাগিয়ে ঘাসফুল শিবির তাদের অবস্থান আরও মজবুত করতে চাইবে। বিগত কয়েকটি নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপির দাপট স্পষ্ট ছিল, সেই অবস্থান পাল্টাতে শঙ্করের ভূমিকা কতটা কার্যকর হবে, তা সময়ই বলবে। সূত্রের খবর অনুযায়ী, বুধবার কলকাতার তৃণমূল ভবনে সুব্রত বক্সি ও অরূপ বিশ্বাসের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে শাসক শিবিরে যোগ দিতে চলেছেন।