CM BARAK VISIT : দ্বিতীয় বার বন্যা বিধ্বস্ত বরাকে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মা

105

CM BARAK VISIT : এক সপ্তাহে দ্বিতীয় বার বন্যা বিধ্বস্ত বরাকে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মা। শুক্রবার হাইলাকান্দি ও শ্রীভূমি জেলার দু-তিনটি ত্রাণ শিবির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। বন্যাক্রান্তদের সব ধরণের সহায়তার আশ্বাস ডঃ হিমন্তবিশ্ব শর্মার। বন্যাক্রান্ত মানুষের দুঃখ, দুর্দশার কথা জানতে চান তিনি।

হাইলাকান্দির কালীনগর, পাঁচগ্রাম, শ্রীভূমি জেলার ভাঙা ও শহরের রবীন্দ্রসদন গার্লস কলেজের ত্রাণ শিবির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। শীঘ্রই বন্যাক্রান্তদের আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।

এরপর শ্রীভূমি জেলাশাসক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সম্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, নদীর বাঁধ, সীমান্তের কাঁটাতারের বেড়া ও রাস্তাঘাট, যা কিছু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তা আগস্ট মাসের মধ্যেই মেরামত করা হবে।

আগে মুখ্যমন্ত্রীর সফরসূচিতে পাথারকান্দিতে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তাঁর পাথারকান্দি সফর বাতিল করে দেওয়া হয়। সফরে কিছুটা কাটছাঁট করেই গুয়াহাটি ফিরে যান মুখ্যমন্ত্রী।