Tejashwi Yadav Accident : দুর্ঘটনায় তেজস্বী, কনভয়ে ট্রাকের ধাক্কা, আহত ৩ রক্ষী, হত্যা ষড়যন্ত্রের অভিযোগ

15

ডিজিটাল ডেস্ক, ৭ জুন : বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদবের গাড়ির কনভয়ে শুক্রবার গভীর রাতে এক ট্রাকের ধাক্কা লাগার ঘটনায় রাজ্য-রাজনীতি উত্তাল হয়ে উঠেছে (Tejashwi Yadav Accident)। সকাল থেকেই এই ঘটনার প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে।

এই ঘটনায় আরজেডি নেতা তেজস্বী যাদব কোনো আঘাত পাননি, তবে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা বিহার পুলিশের তিন জওয়ান আহত হয়েছেন। লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী পরে অভিযোগ করেন, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং তাঁর হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। এই অভিযোগ ঘিরে সকাল থেকেই সরব হয়েছেন আরজেডি নেতারা। তবে বিজেপি ও জেডিইউ পাল্টা দাবি করেছে যে, তেজস্বী যাদব ষড়যন্ত্রের অভিযোগ তুলে জনমত প্রভাবিত করতে চাইছেন এবং দুর্ঘটনাকে রাজনৈতিক ইস্যু বানিয়ে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত করতে চাইছেন।

গতকাল গভীর রাতে বিহারের উত্তরাঞ্চলীয় শহর মধুবনী থেকে পাটনায় ফিরছিলেন বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব। তাঁর নিরাপত্তার জন্য বরাদ্দ বিপুল সংখ্যক পুলিশ কর্মী থাকায় তাঁর কনভয় ছিল দীর্ঘ। রাত দেড়টা নাগাদ মধুবনী-পাটনা হাইওয়ের এক স্থানে তিনি চা বিরতিতে নামেন, সঙ্গে ছিলেন আরজেডি নেতা শক্তি যাদব।

তেজস্বীর মতে, তিনি ও তাঁর সঙ্গীরা কনভয়ের শেষ গাড়ির পাশে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন, তখনই দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাক সেই গাড়িতে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে তিনি মাত্র পাঁচ ফুট দূরে ছিলেন, ফলে অল্পের জন্য বড় বিপদ এড়ানো সম্ভব হয়।

তেজস্বী যাদবের দাবি, তাঁকে হত্যার উদ্দেশ্যেই দ্রুতগতির ট্রাকটি তাঁর কনভয়ের গাড়িতে ধাক্কা মারে। বিহারে চলতি বছরের নভেম্বরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, আরজেডি নেতার মতে, এই রাজনৈতিক সমীকরণের কারণেই তাঁর ওপর হামলার পরিকল্পনা করা হয়েছে। তবে কারা এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। পুলিশ ইতিমধ্যে ট্রাকের চালককে গ্রেফতার করেছে এবং ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তবে ষড়যন্ত্রের অভিযোগ তুললেও, তেজস্বী বা তাঁর সঙ্গীরা পুলিশকে সরাসরি হত্যার ষড়যন্ত্রের বিষয়টি জানিয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি।