Corona Death Update : রাজ্যে ফের করোনা আক্রান্তের মৃত্যু, কোভিডে মৃতের সংখ্যা বেড়ে ৩

23

ডিজিটাল ডেস্ক, ১০ জুন : রাজ্যে ফের এক করোনা আক্রান্তের মৃত্যু। আলিপুরের বেসরকারি হাসপাতালে ৭৪ বছরের পৌঢ়ের মৃত্যু। এই নিয়ে রাজ্যে কোভিডে মৃতের সংখ্যা বেড়ে ৩ (Corona Death Update)।

প্রসঙ্গত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬,৮১৫। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২৪ জন, এবং মৃত্যু হয়েছে ৩ জনের। রাজ্যভিত্তিক হিসাব অনুযায়ী, কর্নাটকে ১৩৬ জন, গুজরাটে ১২৯ জন, এবং কেরলে ৯৬ জন নতুন সংক্রমিত হয়েছেন। তবে অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মিজোরাম এবং ত্রিপুরাতে নতুন সংক্রমণের কোনও খবর পাওয়া যায়নি।

দেশে নতুন করে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি চিকিৎসা মহলের উদ্বেগ বাড়িয়েছে। জনবহুল এলাকায় মাস্ক পরা ও বয়স্ক ও ক্রনিক রোগীদের অতিরিক্ত সতর্কতা নেওয়ার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। তবে প্রশাসন বারবার আশ্বস্ত করছে যে, যদি নতুন করে সংক্রমণের ঢেউ আসে, সরকার তা মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।