Dev On Ghatal Master Plan : ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে দেবকে খোঁচা BJP-র! পালটা দিলেন সাংসদও

26

ডিজিটাল ডেস্ক, ২২ জুন : টানা বৃষ্টির জেরে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকায় জলমগ্ন অবস্থা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে ফের চর্চায় উঠে এসেছে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টারপ্ল্যান। এই প্রেক্ষিতেই সোশাল মিডিয়ায় সাংসদ দেবকে আক্রমণ করেন বিজেপি বিধায়ক শীতল কপাট। তবে এবার পালটা জবাব দিলেন দেব নিজেই। সোশাল মিডিয়ায় কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ঘাটালের মানুষের ভোগান্তির প্রধান কারণ কেন্দ্রের অসহযোগিতা। এরফলে দীর্ঘদিন ধরেই প্রকল্পটি আলোর মুখ দেখছে না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ ঘিরে রাজনৈতিক তরজা আরও চড়ছে।

বর্ষার শুরুতেই ঘাটাল-সহ পশ্চিম মেদিনীপুরের বহু গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে, জলবন্দি লক্ষাধিক মানুষ। এই পরিস্থিতিতে ফের উঠে এসেছে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টারপ্ল্যানের প্রসঙ্গ। স্বাভাবিকভাবেই এই প্রেক্ষাপটে বিরোধীদের নিশানায় উঠে এসেছেন তৃণমূল সাংসদ দেব। সোশাল মিডিয়ায় তাঁকে কটাক্ষ করে বিজেপি বিধায়ক শীতল কপাট লেখেন, “এবার হয়তো দেখবেন ‘পাগলু’ ঘাটালে শ্যুটিং করতে হাজির হবেন। আর কত মিথ্যা প্রতিশ্রুতি দেবেন? নিজেই নিজের ঢাক বাজিয়ে ছিলেন। এখন সাধারণ মানুষ তাঁকে ‘ঢপবাজ’ বলছেন। তিনি শুধু মিথ্যে বলা আর অভিনয় জানেন। সিনেমা আর বাস্তবের মধ্যে পার্থক্যটাই বুঝতে পারেননি। ঘাটালের মানুষ এবার জবাব চাইছে।”

রবিবার সোশাল মিডিয়ায় কেন্দ্রকে কটাক্ষ করে পালটা জবাব দিলেন সাংসদ দেব (Dev On Ghatal Master Plan)। নিজের পোস্টে তিনি মনে করিয়ে দেন, দীর্ঘ ১০ বছর ধরে প্রতিটি লোকসভা অধিবেশনে ঘাটাল মাস্টারপ্ল্যানের পক্ষে সওয়াল করেছেন তিনি। বারবার আর্জি জানিয়েও কেন্দ্র থেকে কোনও সাড়া মেলেনি বলেই অভিযোগ তাঁর। তিনি লেখেন, “২০২৪ সালে রাজ্য সরকারই উদ্যোগ নেয় ও ৫০০ কোটি টাকার এক-তৃতীয়াংশ বাজেট বরাদ্দ করে। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হয়েছে। এই মাস্টারপ্ল্যানে রয়েছে ৭৮ কিমি + ৫২ কিমি নদীর ড্রেজিং, বাঁধ নির্মাণ, সেতু, খাল কাটা, খালের সংস্কার, কৃত্রিম নদী তৈরি ও জমি অধিগ্রহণ। প্রকল্পটি সম্পূর্ণ করতে সময় লাগবে অন্তত ৪-৫ বছর।” দেব স্পষ্ট করে জানান, কেন্দ্রের অসহযোগিতার কারণেই এতদিন ধরে থমকে ছিল ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ। যদিও বন্যার পরে স্থানীয় মানুষের ক্ষোভ ও অভিমান স্বাভাবিকভাবেই জনপ্রতিনিধিদের ওপরই এসে পড়ছে। তবে দেব আশ্বাস দেন, “দুর্যোগের এই সময় সরকার ও প্রশাসন আপনাদের পাশে রয়েছে সবসময়।”