Shubhanshu Shukla At ISS : প্রতিক্ষার অবসান! ২৮ ঘণ্টা পর গন্তব্যে পৌঁছলেন শুভাংশুরা, মহাকাশ স্টেশনে প্রথম পা পড়ল ভারতের
ডিজিটাল ডেস্ক, ২৬ জুন : ভারতীয় সময় অনুযায়ী বুধবার দুপুর ১২টা ১ মিনিটে আমেরিকার ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে মহাকাশে যাত্রা করেন শুভাংশু শুক্লসহ চার নভশ্চর। টানা ২৮ ঘণ্টার দীর্ঘ অভিযান শেষে বৃহস্পতিবার বিকেল ৪টা নাগাদ তাঁরা সফলভাবে পৌঁছান আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ।
বৃহস্পতিবার দুপুরে ‘ড্রাগন’ মহাকাশযানকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়। বিকেল ৩টা থেকেই স্পেস স্টেশন থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল সেই যানটিকে, এমনটাই জানিয়েছে আইএসএস কর্তৃপক্ষ। গোটা যাত্রাপথে ‘ড্রাগন’-এ কোনও ত্রুটি দেখা যায়নি, থ্রাস্টারও নিখুঁতভাবে কাজ করেছে। সবকিছু নির্ধারিত সময় অনুযায়ী চললে বিকেল ৪টা নাগাদ (ভারতীয় সময় অনুযায়ী) সফলভাবে ‘হারমনি’ পোর্টে ‘ড্রাগন’-এর ডকিং সম্পন্ন হয় (Shubhanshu Shukla At ISS)।
‘অ্যাক্সিয়ম-৪’ মহাকাশ অভিযানে ফ্যালকন ৯-এর ড্রাগন ক্যাপসুলটি চালাচ্ছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল। তাঁর সহযাত্রীদের মধ্যে রয়েছেন নাসার প্রাক্তন নভশ্চর ও অ্যাক্সিয়ম স্পেসের মানব মহাকাশযান বিভাগের ডিরেক্টর পেগি হুইটসন, যিনি এই অভিযানের নেতৃত্বও দিচ্ছেন। আইএসএস-এর সঙ্গে ডকিং প্রক্রিয়ার সময় দু’জনেই সরাসরি নজর রাখছিলেন সেই জটিল অভিযানের ওপর। এই স্মরণীয় মুহূর্তের লাইভ সম্প্রচার করেছে অ্যাক্সিয়ম স্পেস, ফলে পৃথিবী থেকেও প্রত্যক্ষ করা সম্ভব হয়েছে গোটা ঘটনাপ্রবাহ। অভিযানে তাঁদের সঙ্গে রয়েছেন পোল্যান্ডের স্লায়োস উজ়নানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। পুরো ১৪ দিনের এই অভিযানে চার নভশ্চরই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করবেন এবং চালাবেন অন্তত ৬০টি বৈজ্ঞানিক পরীক্ষা ও পর্যবেক্ষণ। এই মিশন ভবিষ্যতের মহাকাশ গবেষণার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।