ডিজিটাল ডেস্ক ২৭জুনঃ রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত সমাগম দিঘায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেখানে উপস্থিত। তিনি এদিন রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করবেন। প্রথম রথযাত্রা উপলক্ষে দিঘায় সাজো সাজো রব। নিরাপত্তার কড়াকড়িও থাকছে সৈকতশহরে। এছাড়াও শ্রীরামপুরের মাহেশ, কলকাতার ইসকনের রথযাত্রার দিকেও থাকবে নজর (Digha Ratha Yatra)।
সকাল ১০.১০: সাধারণ মানুষদের পাশাপাশি প্রচুর সংখ্যক বিদেশি উপস্থিত দিঘায়। মন্দির প্রাঙ্গণে চলছে হরিনাম সংকীর্তন।
সকাল ১০.০৫: দিঘার মন্দিরে উপস্থিত রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু।
সকাল ৯.৩০: পুজো শেষে রথে বসানো হবে জগন্নাথ দেবকে।
সকাল ৯.২৫: নতুন পোশাক পরানো হয়েছে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে। শুরু হয়েছে পুজো।
সকাল ৯.২০: রথযাত্রা উপলক্ষে দিঘায় সাজো সাজো রব। সকাল থেকেই মন্দির প্রাঙ্গনে বিপুল ভক্ত সমাগম।
বিস্তারিত আসছে………………………