Kartik Maharaj Rape News:১২ বছর পর ধর্ষণের অভিযোগ সর্বসমক্ষে বরাবরের চর্চিত কার্তিক মহারাজের বিরুদ্ধে

19

ডিজিটাল ডেস্ক ২৭জুনঃ পদ্মশ্রীপ্রাপ্ত সন্ন্যাস কার্তিক মহারাজের বিরুদ্ধে সহবাস, জোর করে গর্ভপাত করানো ও প্রতারণার অভিযোগ তুললেন এক শিক্ষিকা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ-সহ গোটা বাংলায়। যদিও এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ কার্তিক মহারাজ। তিনি বললেন, “আমি এসবে বিচলিত নই।” বিভিন্ন সময় শিরোনামে উঠে এসেছেন কার্তিক মহারাজ। এবার সেই কার্তিক মহারাজের বিরুদ্ধেই উঠল চাঞ্চল্যকর অভিযোগ। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত কার্তিক মহারাজের বিরুদ্ধে উঠল এক মহিলার সঙ্গে অশালীন কাজ করার অভিযোগ। নিজের পরিচয় গোপন রেখে কার্তিক মহারাজের বিরুদ্ধে মুখ খুলেছেন ওই মহিলা (Kartik Maharaj Rape News)।

অভিযোগকারিণীর বক্তব্য অনুযায়ী, ২০১৩ সালে কাজের প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাঁকে মুর্শিদাবাদের এক আশ্রমের প্রাইমারি স্কুলে নিয়ে যান এবং শিক্ষিকার পদে নিয়োগ করেন। তাঁকে থাকার জন্য একটি ঘরও দেওয়া হয়। সেখান থেকেই শুরু হয় দুঃস্বপ্ন। এক রাতে আচমকাই মহারাজ এসে কুপ্রস্তাব দেন বলে অভিযোগ। বাধ্য হয়ে তা মেনে নিতে হয় বলে জানান অভিযোগকারিণী। কারণ ততদিনে তিনি ঘরবাড়ি ছেড়ে মহারাজের শরণাপন্ন হয়েছিলেন। ইতিমধ্যেই কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।

এদিকে ঘটনায় ইতিমধ্যেই কার্তিক মহারাজ রঘুনাথগঞ্জে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সংবাদমাধ্যমের সামনে বলেছেন , আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা নিয়ে আমার আইনজীবী আছেন, তিনি বলবেন। আমি সন্ন্যাসী আমার বিরুদ্ধে অনেক অভিযোগ আসবেই। এটা নিয়ে আমি বিচলিত নয়। এটা নিয়ে আমি ভাবছি না। কোন মহিলা কী অভিযোগ করেছেন,তা আমার জানা নেই।

অভিযোগকারিণীর মনে হয়েছে, তাঁর মতো এরকম ঘৃণ্য অপরাধের শিকার হয়তো আরও অনেক মহিলাই। তাই ১২ বছর পর হলেও তিনি সাহস করে মুখ খুলেছেন । তারপরই তিনি থানায় কার্তিক মহারাজের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং ধর্ষণের অভিযোগ আনেন। এর ভিত্তিতে পুলিশ কার্তিক মহারাজের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

ভারত সেবাশ্রম সঙ্ঘের বেলডাঙা শাখার সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ। গত লোকসভা নির্বাচনের আগে, মুর্শিদাবাদে কার্তিক মহারাজকে কটাক্ষ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মে মাসেও বহরমপুরে এসে জেলা প্রশাসনিক কার্যালয়ে দাঁড়িয়ে নাম না করেই কার্তিক মহারাজকে ফের নিশানা করেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, বহুবার বাংলায় শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছেন কার্তিক মহারাজ। এতদিন পরে এই অভিযোগে অনেকেই রাজনীতির রং দেখছেন।