Karnataka Tiger Death : একদিনে ৫ বাঘের মৃত্যু কর্নাটকে! উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ

12

ডিজিটাল ডেস্ক, ২৭ জুন : কর্ণাটকে একদিনে এক বাঘিনী ও তার চার শাবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। একসঙ্গে পাঁচটি বাঘের এমন অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উদ্বেগ দেখা দিয়েছে বনদফতরে (Karnataka Tiger Death)। রাজ্যের বনমন্ত্রী ঈশ্বর খাদ্রে দ্রুত পদক্ষেপ নিয়ে তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

কর্ণাটকের চামনগরের এমএম হিলস অভয়ারণ্যে বাঘদের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বনদপ্তর। মৃত বাঘগুলির কাছ থেকে একটি মৃত গরুও উদ্ধার হয়েছে, যা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে খাদ্যে বিষক্রিয়ার ফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুরো বিষয়টি এখন তদন্তের আওতায় রয়েছে।

রাজ্যের বনমন্ত্রী খান্দ্রে ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন এবং এর পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, বনকর্মীদের গাফিলতির প্রমাণ মিললে কড়া পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে, যদি বিষ প্রয়োগ বা বৈদ্যুতিক শকের মাধ্যমে এই ঘটনা ঘটিয়ে থাকে কেউ, তবে তাদের বিরুদ্ধেও কঠিন ব্যবস্থা নেওয়া হবে। চোরা শিকারিদের ভূমিকা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

কর্নাটকের এই জঙ্গলে বর্তমানে ৫৬৩টি বাঘ রয়েছে, যা একে ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বান্দিপুর, নাগরহোল এবং বিআরটি টাইগার রিজার্ভের মতো অঞ্চলগুলিকে বাঘের জন্য অন্যতম নিরাপদ আশ্রয়স্থল হিসাবে বিবেচনা করা হয়। এত সংখ্যক বাঘের অস্বাভাবিক মৃত্যু স্বভাবতই কর্তৃপক্ষের গাফিলতির দিকেই ইঙ্গিত করছে। তবে এই ঘটনার পর বনদপ্তর নজরদারি জোরদার করেছে এবং ড্রোনের সাহায্যে বন্যপ্রাণীদের উপর আরও নিবিড় পর্যবেক্ষণ ও স্বাস্থ্যপরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে।