Kasba Rape Update : কসবার ল কলেজের ঘটনাস্থলে তদন্তে স্বয়ং পুলিশ কমিশনার, পৌঁছেছে ফরেন্সিক দল

15

ডিজিটাল ডেস্ক, ২৭ জুন : শুক্রবার সন্ধ্যায় কসবাকাণ্ডের তদন্তে ঘটনাস্থলে পৌঁছান কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। তার আগেই সেখানে উপস্থিত হয়েছিল ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল, যারা প্রাথমিকভাবে নমুনা সংগ্রহের কাজ সম্পন্ন করে। ওই সময় ঘটনাস্থলে ছিলেন কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি সন্তোষ পাণ্ডে এবং দক্ষিণ শহরতলির ডিসি বিদিশা কলিতাও। সন্ধ্যা ছ’টা পেরোনোর কিছু পর ঘটনাস্থল ত্যাগ করেন অতিরিক্ত সিপি (Kasba Rape Update)।

ঘটনাস্থল ত্যাগ করার সময় সন্তোষ জানান, ‘‘পুরো বিষয়টি ডিসি বিস্তারিতভাবে আপনাদের জানাবেন। আমরা পুলিশ ইউনিয়ন রুম ও গার্ডরুম ঘুরে দেখেছি। বর্তমানে ফরেন্সিক টিম ভিতরে রয়েছে এবং নমুনা সংগ্রহের কাজ করছে।’’

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, গত ২৫ জুন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা ৫০-এর মধ্যে সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর তাঁর শারীরিক পরীক্ষা করা হয় পার্ক সার্কাসের কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে এবং সাক্ষীদের বয়ানও রেকর্ড করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু করে। বৃহস্পতিবার সন্ধ্যায় তালবাগান ক্রসিংয়ের সামনে থেকে পুলিশ প্রথম দু’জন অভিযুক্তকে গ্রেফতার করে। রাত সাড়ে ১২টা নাগাদ তৃতীয় অভিযুক্তও ধরা পড়েন। শুক্রবার তাঁদের আলিপুর আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।