ডিজিটাল ডেস্ক, ২৮ জুন : শিয়ালদহ ও দমদম স্টেশনের মাঝখানে একটি ব্রিজে গার্ডার প্রতিস্থাপনের কাজ শুরু হতে চলেছে। এই কাজের জন্য শনিবার ও রবিবার শিয়ালদহ-দমদম শাখার মোট ২৭টি ট্রেন বাতিল করা হয়েছে (Local Train Cancelled)। ফলে নিয়মিত যাত্রীরা পড়তে পারেন তীব্র সমস্যায়, বিশেষত সপ্তাহান্তে যাতায়াতের সময়।
রেল সূত্রে জানা গিয়েছে, আজ অর্থাৎ ২৮ জুন রাত সওয়া ১০টা থেকে শুরু হবে ব্রিজের কাজ, যা চলবে আগামীকাল সকাল ৮টা পর্যন্ত। ফলে এই ১০ ঘণ্টার মধ্যে শিয়ালদহ-বনগাঁ, হাসনাবাদ এবং মেন লাইনের ট্রেন পরিষেবা ব্যাহত হবে। এই পর্বে শনিবার রাতে বাতিল করা হয়েছে মোট ১৪টি ট্রেন, আর রবিবার চলবে না আরও ১৩টি ট্রেন। পাশাপাশি কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। যাত্রীদের ভোগান্তি কমাতে বন্ধের আগে কয়েকটি স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।
শনিবার ব্রিজ মেরামতির কারণে বাতিল হয়েছে শিয়ালদহ-দমদম শাখার একগুচ্ছ ট্রেন। বাতিল ট্রেনগুলির তালিকা নিম্নরূপ—
- আপ শিয়ালদহ–গোবরডাঙ্গা: 33685
- ডাউন গোবরডাঙ্গা–শিয়ালদহ: 33686
- ডাউন শিয়ালদহ–কৃষ্ণনগর সিটি: 31838
- আপ শিয়ালদহ–বারাসাত: 33401, 33447
- ডাউন বারাসাত–শিয়ালদহ: 33402, 33436
- আপ শিয়ালদহ–দত্তপুকুর: 33621
- ডাউন দত্তপুকুর–শিয়ালদহ: 33628
- ডাউন বারাকপুর–শিয়ালদহ: 31236
- আপ দমদম–বারাকপুর: 33231
- ডাউন বারাকপুর–দমদম: 33232
- আপ দমদম–গোবরডাঙ্গা: 33271
- আপ শিয়ালদহ–বনগাঁ: 33859
- ডাউন বনগাঁ–শিয়ালদহ: 33858
- আপ শিয়ালদহ–নৈহাটি: 31429, 31435, 31445, 31447
- ডাউন নৈহাটি–শিয়ালদহ: 31436, 31438, 31444, 31446
- আপ শিয়ালদহ–রানাঘাট: 31601, 31623, 31629, 31631
- ডাউন রানাঘাট–শিয়ালদহ: 31602, 31636
- আপ বিধাননগর–ব্যারাকপুর: 31261
- আপ শিয়ালদহ–ব্যারাকপুর: 31239
- ডাউন ব্যারাকপুর–শিয়ালদহ: 31238
- আপ শিয়ালদহ–হাসনাবাদ: 33533
- ডাউন হাসনাবাদ–শিয়ালদহ: 33538
- আপ শিয়ালদহ–শান্তিপুর: 31541
- ডাউন শান্তিপুর–শিয়ালদহ: 31538
রবিবার শিয়ালদহ-দমদম শাখায় ব্রিজের গার্ডার প্রতিস্থাপন সংক্রান্ত কাজের কারণে বাতিল হচ্ছে আরও একাধিক ট্রেন। বাতিল ট্রেনগুলির তালিকা নিচে দেওয়া হলো—
- আপ শিয়ালদহ–দত্তপুকুর: 33613
- ডাউন দত্তপুকুর–শিয়ালদহ: 33612, 33616
- আপ শিয়ালদহ–হাসনাবাদ: 33513
- ডাউন হাসনাবাদ–শিয়ালদহ: 33514
- ডাউন বারাসাত–শিয়ালদহ: 33432
- আপ বারাসাত–দত্তপুকুর: 33357
- আপ শিয়ালদহ–বারাকপুর: 31213, 31221
- ডাউন বারাকপুর–শিয়ালদহ: 31214
- আপ শিয়ালদহ–শান্তিপুর: 31513
- ডাউন শান্তিপুর–শিয়ালদহ: 31512, 31514
- আপ শিয়ালদহ–গেদে: 31913
- ডাউন গেদে–শিয়ালদহ: 31912
- আপ শিয়ালদহ–নৈহাটি: 31471, 31415
- ডাউন নৈহাটি–শিয়ালদহ: 31412
- আপ শিয়ালদহ–কৃষ্ণনগর সিটি: 31815, 31817
- ডাউন কৃষ্ণনগর সিটি–শিয়ালদহ: 31812, 31818
- আপ শিয়ালদহ–কল্যাণী সীমান্ত: 31311, 31313, 31315
- ডাউন কল্যাণী সীমান্ত–শিয়ালদহ: 31312, 31314, 31316
- আপ শিয়ালদহ–রানাঘাট: 31615, 31617
- ডাউন রানাঘাট–শিয়ালদহ: 31612, 31614
- আপ শিয়ালদহ–বনগাঁ: 33813, 33821
- ডাউন বনগাঁ–শিয়ালদহ: 33818, 33822
- আপ শিয়ালদহ–হাবরা: 33651, 33653
- ডাউন হাবরা–শিয়ালদহ: 33652