Kaliganj Case Update : কালীগঞ্জে নাবালিকার মৃত্যুর ঘটনায় গ্রেফতার অন্যতম ২ অভিযুক্ত

20

ডিজিটাল ডেস্ক, ২৮ জুন : কালীগঞ্জে বোমাবাজির ঘটনায় নাবালিকা নিহত হওয়ার মামলায় আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ (Kaliganj Case Update)। শুক্রবার রাতেই বর্ধমানের কাটোয়া এলাকা থেকে ধৃতদের—বিমল শেখ ও জামির শেখ—আটক করা হয়। সূত্রের খবর, অভিযুক্তদের নাম ইতিমধ্যেই এফআইআরে উল্লেখ ছিল।

গত ২৩ জুন, সোমবার কালীগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণার পরই মোলান্দি গ্রামে ঘটে যায় মর্মান্তিক ঘটনা—দুপুরবেলা একটি বোমা বিস্ফোরণে প্রাণ হারায় এক ১৩ বছরের নাবালিকা। খবর ছড়িয়ে পড়তেই মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেন এবং দ্রুত অভিযুক্তদের খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেন। এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই গতি আনা হয়েছে। ঘটনার ২৪ ঘণ্টা আগেই চারজনকে গ্রেফতার করে পুলিশ। এরপর ধাপে ধাপে আরও কয়েকজনকে আটক করা হয়। সর্বশেষ, শুক্রবার রাতে বর্ধমানের কাটোয়া এলাকা থেকে বিমল শেখ ও জামির শেখ নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

কালীগঞ্জের বোমাবাজিতে নাবালিকা মৃত্যুর ঘটনার পর পরই তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর পৌঁছান মোলান্দি গ্রামে, নিহত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করতে। সেখানেই নাবালিকার মা পরিষ্কারভাবে জানান, তাঁরা অর্থ সাহায্য চান না, বরং মেয়ের মৃত্যুর উপযুক্ত বিচারই তাঁদের একমাত্র দাবি। বিধায়ক একটি খাম দিয়ে আর্থিক সহায়তা করতে চাইলে তা সরাসরি প্রত্যাখ্যান করেন ওই মহিলা। এই ঘটনার ভিডিও ও খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে তৈরি হয় অস্বস্তি। দলের শীর্ষ নেতৃত্বও নড়েচড়ে বসে। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজ করেন এবং ঘটনার ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠান।