Kasba SIT Police : কসবাকাণ্ডে পাঁচ সদস্যের সিট গঠন কলকাতা পুলিশের

16

ডিজিটাল ডেস্ক, ২৮ জুন : কসবা ল’কলেজ কাণ্ডে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। ঘটনায় এখনও পর্যন্ত তিন মূল অভিযুক্ত-সহ চারজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তদন্ত এগিয়ে নিতে গঠিত হয়েছে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) (Kasba SIT Police)। পুলিশের তরফে জানানো হয়েছে, পাঁচ সদস্যের এই সিটের নেতৃত্বে থাকবেন এসিপি প্রদীপ কুমার ঘোষাল। তদন্ত শুরু করেই শনিবার কলেজের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

কলকাতার কসবা ল’কলেজের এক ছাত্রীকে গার্ড রুমে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তৃণমূল নেতা ও আইনজীবী মনোজিৎ মিশ্র-সহ কলেজের ছাত্র জইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। নির্যাতিতা তরুণী কলকাতা পুলিশকে দেওয়া বয়ানে ঘটনার সম্পূর্ণ বিবরণ তুলে ধরেছেন, যেখানে তিনি গার্ড রুমেই তাঁকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন।

অভিযোগপত্রে তরুণী উল্লেখ করেন, পালানোর চেষ্টায় বাধা দিয়ে তাঁকে জোর করে গার্ড রুমে নিয়ে যাওয়া হয় এবং কলেজের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়, যাতে তিনি বাইরে যেতে না পারেন। তাঁর দাবি, ঘটনাস্থলে থাকা নিরাপত্তাকর্মী সবকিছু দেখেও কোনও পদক্ষেপ নেননি। নির্যাতিতা জানান, অভিযুক্তদের কলেজে এতটাই প্রভাব ছিল যে, নিরাপত্তারক্ষী তাদের বিরুদ্ধে কিছু বলতে সাহস পাননি।

পুলিশকে দেওয়া বয়ানে তরুণী জানিয়েছেন, তৃণমূল ছাত্র পরিষদের একটি বৈঠক শেষ হওয়ার পর তাঁকে ঘিরে ধরে তিন যুবক—‘জে’, ‘এম’ ও ‘পি’। তাঁর অভিযোগ অনুযায়ী, ‘এম’ ও ‘পি’ তাঁকে একটি ঘরে আটকে রেখে সেখান থেকে সরে যান এবং ‘জে’ সেখানে থেকে তাঁকে যৌন নিগ্রহের চেষ্টা করে। মেডিক্যাল পরীক্ষায় তাঁর শরীরে জোর করে যৌনসম্পর্ক স্থাপনের চিহ্ন, কামড়ের দাগ ও নখের আঁচড়ের মতো ক্ষতের প্রমাণ মিলেছে।

পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের পরই নির্যাতিতার গোপন জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে আবেদন জানিয়েছে পুলিশ।