Kasba Gangrape Case:কসবা কাণ্ডে ঘটনার পুনর্নির্মাণ সহ সিসিটিভি ফুটেজের সঙ্গে মিল নির্যাতিতার বয়ানের ,দাবি পুলিশের
ডিজিটাল ডেস্ক ২৯জুনঃ গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতি তোলপাড় কসবা গণধর্ষণ কাণ্ডে। গোটা রাজ্য ফের একবার দেখতে পেল নৃশংসতার ছবি। এই বর্বরচিত ছাপ গত বছরেই ঘটে যাওয়া আরজিকর হাসপাতালের ঘটনাকে উস্কে দিয়েছে আরও একবার। সেই আবহেই রাজনীতির কারবারিরা ময়দানে নামতে বেশি দেরি করেনি । ছাত্রীর অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে, ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে ইতিমধ্যেই। একইসঙ্গে গোপন জবানবন্দি নেওয়া হয়েছে নির্যাতিতার (Kasba Gangrape Case)।
সাউথ সাবআর্বান ডিভিশনের ডিসি বিদিশা কলিতা জানিয়েছেন,তদন্ত দ্রুতগতিতে চলছে। ২৫ জুন অর্থাৎ ঘটনার দিনের ৭ ঘণ্টার সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছে । সেদিন দুপুর ৩.৩০ থেকে রাত ১০.৫০ পর্যন্ত সময়ের সিসিটিভি ফুটেজ রয়েছে। সূত্রের খবর, পুলিশের সংগ্রহ করা ওই ফুটেজে নির্যাতিতাকে গার্ড রুমে জোর জবরদস্তি নিয়ে যাওয়ার ফুটেজ দেখা গিয়েছে। তদন্তাকারীরা আরও জানাচ্ছেন, সিসিটিভি ফুটেজে ৩ অভিযুক্ত, নিরাপত্তারক্ষী এবং নির্যাতিতার গতিবিধি স্পষ্টরূপে নজরে এসেছে। এই ফুটেজের সঙ্গেই নির্যাতিতার বয়ান মিলিয়ে দেখা হচ্ছে ,যা অনেকটাই মিলে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।
সাউথ ক্যালকাটা ল’কলেজের ৩ গুরুত্বপূর্ণ অঞ্চল, ছাত্রদের ইউনিয়ন রুম, ওয়াশরুম এবং গার্ড রুম থেকে একাধিক নমুনা সংগ্রহ করেছেন তদন্তকারীরা। এছাড়াও উদ্ধার হয়েছে একাধিক বস্তু। তার মধ্যে রয়েছে চুলের গোছা, তরল পদার্থ, বোতল এবং একটি হকি স্টিক। নির্যাতিতা অভিযোগ করেছেন, অভিযুক্তরা তাঁকে হকি স্টিক দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করে। হুমকি দেয়য়। ৩টি ঘরেই নির্যাতনের চিহ্ন স্পষ্ট বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রে। উদ্ধার হওয়া প্রতিটি জিনিসই ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হয়েছে।
ইত্যিমধ্যেই গণধর্ষণের এই ঘটনায় এসিপি প্রদীপ ঘোষালের নেতত্বে ৫ সদস্যের একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠন করা হয়েছিল আগেই। ধৃত প্রত্যেকেই ১ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।