Modi On Emergency : ‘মন কি বাত’ অনুষ্ঠানে জরুরি অবস্থা নিয়ে নাম না করে কংগ্রেসকে খোঁচা প্রধানমন্ত্রীর

11

ডিজিটাল ডেস্ক, ২৯ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘মন কী বাত’ অনুষ্ঠানে ফের একবার জরুরি অবস্থার প্রসঙ্গ উত্থাপন করলেন (Modi On Emergency)। কংগ্রেসের নাম না করেই তিনি কটাক্ষ করেন ১৯৭৫ সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জারি করা জরুরি অবস্থাকে। মোদীর মতে, “জরুরি অবস্থা ভারতের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়।” তাঁর অভিযোগ, যারা সেই সময় এই সিদ্ধান্ত নিয়েছিলেন, তারা শুধুমাত্র সংবিধানের আত্মাকেই নষ্ট করেননি, বরং দেশের বিচারব্যবস্থাকে নিয়ন্ত্রণে এনে একপ্রকার নিঃশ্বাসরোধ করেছিলেন।

১৯৭৫ সালে ভারতে জারি হওয়া জরুরি অবস্থার ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে বিশেষ আলোচনার আবহ। এই পটভূমিতেই রবিবার ‘মন কী বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের উল্লেখ করেন সেই অধ্যায়। বিজেপি সারা দেশে এই দিনটিকে ‘সংবিধান হত্যা দিবস’ হিসেবে পালন করে। সেই প্রসঙ্গেই মোদীর মন্তব্য, “যাঁরা জরুরি অবস্থার বিরুদ্ধে আপসহীন ভাবে সংগ্রাম করেছিলেন, তাঁদের আমরা স্মরণ করি। তাঁদের সাহসিকতা আমাদের সংবিধান রক্ষার সংগ্রামে সচেতন ও দৃঢ় থাকতে শেখায়।”

‘মন কী বাত’ অনুষ্ঠানে রবিবার জরুরি অবস্থার স্মৃতি তুলে ধরতে শোনানো হয় প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই ও অটলবিহারী বাজপেয়ীর সেই সময়কার অডিয়ো বার্তা। বিশেষ করে বাজপেয়ীর বার্তায় উঠে আসে জরুরি অবস্থায় সাধারণ মানুষের উপর চালানো নানা নিপীড়নের ছবি, যা সে সময়ের ভয়াবহতা প্রতিফলিত করে।