BJP Kasba Protest : আগামী ২ জুলাই কসবা অভিযানের ডাক দিল বিজেপি

11

ডিজিটাল ডেস্ক, ২৯ জুন : সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রী নিগ্রহের ঘটনার প্রতিবাদে রাজপথে নামছে রাজ্য বিজেপি। আগামী ২ জুলাই কসবা অভিযানের ডাক দিয়েছে বিজেপির যুব মোর্চা (BJP Kasba Protest)। এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার বিজেপির তরফে আয়োজিত হয় ‘কন্যা সুরক্ষা যাত্রা’ কর্মসূচি, যেখানে গোলপার্ক থেকে গড়িয়াহাট পর্যন্ত এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচির শেষে শুভেন্দু অধিকারী বলেন, “আর নীরব দর্শক হয়ে বসে থাকলে চলবে না। পার্কস্ট্রিট, কামদুনি, হাঁসখালি, আরজি কর এবং কসবার মতো ঘটনাগুলির প্রেক্ষিতে কন্যা সুরক্ষা যাত্রা চলতেই থাকবে।”

বিরোধী দলনেতা সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনায় কড়া ভাষায় আক্রমণ করলেন শাসক তৃণমূল ও কলকাতা পুলিশকে। তিনি প্রশ্ন তোলেন, “এরা কারা? ভাইপো গ্যাং! মমতা হঠাও, কন্যা বাঁচাও।” তাঁর দাবি, কলকাতা পুলিশ ধর্ষণের অভিযোগকারীদের রক্ষা করছে। তিনি অভিযোগ তোলেন, পুলিশ কমিশনার নির্যাতিত ছাত্রীর পরিবারকে গোপন করে রেখেছেন, এবং মনোজ বর্মা কিভাবে ছাত্রীর অবস্থান গোপন রাখলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন।

এই প্রতিবাদ কর্মসূচি থেকে বিজেপি জানায়, নির্যাতিতার পাশে থেকে লড়াই চালিয়ে যাবে তারা। এদিন আরজি কর হাসপাতালের সাম্প্রতিক ঘটনা তুলে ধরে, বিরোধী দলনেতা আগামী ৯ অগস্ট ‘নবান্ন অভিযান’-এর ডাক দেন। তাঁর বক্তব্য, “আরজি করের নির্যাতিতার পরিবারকে আহ্বান জানাই, ৯ অগস্ট প্রতিবাদের ডাক দিন। আমি সকল নাগরিকদের বলছি—এটা রাজনীতির বিষয় নয়, মানবতার। সকলে রাস্তায় নামুন, আমিও সঙ্গে থাকব।”

রবিবার কসবা থানার সামনে প্রতিবাদে মুখর হয় ‘নারী ঐক্য মঞ্চ’। প্রতিবাদকারীদের কণ্ঠে শোনা যায় আরজি কর কাণ্ডের মতোই স্লোগান—“আমরা বিচার চাই।” তারা থানায় জমা দেয় একটি স্মারকলিপি, যেখানে দাবি করা হয়, অভিযুক্তের বিরুদ্ধে শ্লীলতাহানির অন্তত ২০টি অভিযোগ রয়েছে এবং প্রতিটি অভিযোগের পুনরায় তদন্ত শুরু করা হোক। এদিকে, কসবা ঘটনার প্রতিবাদে খিদিরপুরে প্রতিবাদ মিছিল করে কংগ্রেসও।