ডিজিটাল ডেস্ক, ৩০ জুন : সপ্তাহের শুরুতেই প্রবল বৃষ্টি ও জলজটে বিপর্যস্ত শহরবাসী। তার ওপর মেট্রো চলাচলেও দেখা দেয় সমস্যা—দীর্ঘক্ষণ বন্ধ ছিল কিছু অংশে পরিষেবা (Metro Rail Problem)। পরিষেবা স্বাভাবিক হতেই ফের বিপত্তি, বেলগাছিয়া স্টেশনে একজন আত্মহত্যার চেষ্টা করেন প্রথম মেট্রোটিতেই। মেট্রো রেল সূত্রে জানা গেছে, সকাল ১১টা ২০ মিনিটে ওই ব্যক্তি ডাউন লাইনে ঝাঁপ দেন। বর্তমানে গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত আংশিক পরিষেবা চালু রয়েছে। অফিস টাইমে এমন ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা ক্ষোভ প্রকাশ করছেন এবং সোশ্যাল মিডিয়াতেও তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
রবিবার রাত থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে শহর কলকাতা। উত্তর কলকাতার বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সোমবার সকালেও উত্তর ও মধ্য কলকাতায় চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি। এই অতিবৃষ্টির ফলে সেন্ট্রাল ও চাঁদনি চকের মাঝে মেট্রোর আপ ও ডাউন লাইনে জল জমে যায়। সকাল ৯টা নাগাদ এই পরিস্থিতি নজরে আসে মেট্রো কর্তৃপক্ষের, ফলে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ময়দান থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। চলছিল শুধু নিউ গড়িয়া থেকে ময়দান ও গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা।
এমন অবস্থায় যখন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল, যাত্রীরা স্বস্তি পেতে শুরু করেছিলেন, ঠিক তখনই বেলগাছিয়া স্টেশনে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টার ঘটনায় ফের বিঘ্ন ঘটে মেট্রো চলাচলে। দমদম পর্যন্ত পরিষেবা আবারও বন্ধ হয়ে যায়।