Kasba Case Supreme Court : কসবাকাণ্ডে সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই তদন্তের আর্জি

9

ডিজিটাল ডেস্ক, ৩০ জুন : কসবার ল কলেজে গণধর্ষণের ঘটনার তদন্তে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সিবিআই তদন্তের দাবি জানালেন আইনজীবী সত্যম সিংহ। তিনি নির্যাতিতার পরিবারের জন্য সুরক্ষা ও আর্থিক সহায়তার আবেদনও জানিয়েছেন। তাঁর আবেদনে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্রর বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর (Kasba Case Supreme Court)।

কসবার সরকারি আইন কলেজে সংঘটিত গণধর্ষণকাণ্ড ঘিরে যখন বিভিন্ন মহল থেকে সিবিআই তদন্তের দাবি জোরালো হচ্ছে, ঠিক তখনই নির্যাতিতার পরিবার জানিয়ে দিয়েছে—তারা আপাতত সেই পথে আগাতে ইচ্ছুক নয়। পরিবার স্পষ্টভাবে জানিয়েছে, তারা এখনো পুলিশের তদন্ত ও প্রশাসনের পদক্ষেপের উপর ভরসা রাখতে চায়। তৃণমূল বিধায়ক মদন মিত্রের বিতর্কিত মন্তব্য নিয়েও তাঁরা প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি। শুক্রবার এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই তদন্ত নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। অনেকেই অভিযোগ করেছেন, পুলিশ যথাযথভাবে তদন্ত করছে না। তবে নির্যাতিতার পরিবারের বক্তব্য—তাদের সেই অভিজ্ঞতা হয়নি।

ঘটনাটি সামনে আসার পর থেকেই নির্যাতিতা ও তাঁর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে নানা মহলে গুঞ্জন ওঠে। এই আশঙ্কা থেকেই তাঁদের সুরক্ষা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়েছে। যদিও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখনো কোনওরকম হুমকির মুখে পড়েনি। তাঁদের একমাত্র দাবি—অপরাধীদের উপযুক্ত ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

কসবার ঘটনা ঘিরে একাধিক আইনজীবী কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়েরের আবেদন জানিয়েছেন। তাঁরা দ্রুত শুনানির আরজি জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। তবে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায়, এখনই আলাদাভাবে দৃষ্টি আকর্ষণের প্রয়োজন নেই। আদালতের নির্দেশ—প্রথমে মামলাগুলি যথাযথভাবে দায়ের করে বিপরীত পক্ষকে নোটিস পাঠানো হোক। এরপর শুনানির প্রয়োজন হলে সেই অনুরোধেই দৃষ্টি আকর্ষণ করতে পারবেন আইনজীবীরা। মামলাগুলির শুনানি আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।