ডিজিটাল ডেস্ক, ৩০ জুন : সপ্তাহের প্রথম দিনেই রেলপথে বড়সড় বিঘ্ন ঘটল। রাস্তা সংস্কারের দাবিতে সোমবার সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত উত্তর ২৪ পরগনার ভাসিলা এলাকাবাসীরা রেল অবরোধে সামিল হন, যার জেরে কার্যত স্তব্ধ হয়ে পড়ে শিয়ালদহ-হাসনাবাদ শাখার পরিষেবা। অবরোধের প্রভাব পড়ে আপ ও ডাউন উভয় লাইনের ট্রেন চলাচলে (Sealdah Local Train Problem)। চারটি আপ ও চারটি ডাউন লোকাল ট্রেন প্রায় ঘণ্টাখানেক দেরিতে চলে, এবং একটি বারাসত-হাসনাবাদ লোকাল ট্রেন বাতিল করতে হয়। রেল সূত্রের খবর অনুযায়ী, পরিষেবা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি, তবে দুপুরের মধ্যে তা স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে।
অফিস টাইমে একের পর এক যাত্রী দুর্ভোগে পড়ায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিদিনের মতোই সকাল সকাল স্টেশনে এসে দীর্ঘক্ষণ ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হয়েছে বহু পড়ুয়া ও কর্মজীবীকে। কেউ বাধ্য হয়ে অন্য পরিবহন ব্যবস্থার দ্বারস্থ হয়েছেন, আবার অনেকেই রেলের অদক্ষতা নিয়ে সরব হয়েছেন। একই সময় প্রবল বৃষ্টির প্রভাবে কলকাতা মেট্রোর পরিষেবাও ব্যাহত হয়। লাইনে জল জমে যাওয়ায় বন্ধ হয়ে যায় একাংশের পরিষেবা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগেই নতুন করে বিঘ্ন ঘটে—বেলগাছিয়া স্টেশনে প্রথম মেট্রো চলাকালীন এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন, যার ফলে ফের বন্ধ হয়ে যায় মেট্রোর পরিষেবা।
সপ্তাহের শুরুতেই দুর্যোগ যেন পিছু ছাড়েনি শহরবাসীর। একদিকে লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবায় বিপর্যয়, অন্যদিকে টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রীদের। হাসনাবাদ লাইনের রেল অবরোধ নিয়ে স্থানীয়দের অভিযোগ—দীর্ঘদিন ধরেই তাঁরা এলাকার জরাজীর্ণ রাস্তা মেরামতের দাবি জানিয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছেন, কিন্তু কোনও সদুত্তর মেলেনি। বাধ্য হয়েই তাঁরা রেলপথ অবরোধ করে প্রতিবাদ জানান।