ডিজিটাল ডেস্ক, ৩০ জুন : সোমবার সকালে তেলেঙ্গানার একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে (Telengana Blast)। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই দাউদাউ করে জ্বলে ওঠে গোটা কারখানা। এখন পর্যন্ত পাওয়া তথ্যে, ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০ জন শ্রমিক এবং আহত হয়েছেন আরও ১৫ জন। আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী, চলছে আগুন নেভানোর চেষ্টা।
পিটিআই সূত্রে জানা গিয়েছে, ভয়াবহ বিস্ফোরণের অভিঘাতে বেশ কয়েকজন শ্রমিক ১০০ মিটার দূর পর্যন্ত ছিটকে যান। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় কারখানার শেড সম্পূর্ণভাবে উড়ে যায়। পাশের একটি বাড়ি ধসে পড়ে এবং আরও একটি বাড়িতে ফাটল দেখা দেয়, যা গোটা এলাকার নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
ঘটনাস্থলে দমকলের ১১টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি, আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলাশাসক ও জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদারকি করছেন গোটা উদ্ধার কার্য। আশপাশের বাসিন্দাদের সুরক্ষার কথা মাথায় রেখে তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।