ডিজিটাল ডেস্ক ৩০জুনঃপশ্চিমবঙ্গের রেল শহরের স্টিয়ারিং সামলানো থেকে শুরু করে ভোটারদের বারংবার দলবদলুর অভিযোগে খবরের শিরনামে থেকেছে। এবার আবার খড়্গপুরের খরিদা এলাকায় প্রবীণ সিপিএম নেতা অনিল দাসকে প্রকাশ্যে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেত্রী বেবি কোলে ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। শুধু মারধরই নয়, তাঁকে জুতোপেটাও করা হয় বলে অভিযোগ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মালঞ্চ এলাকায় (Kharagpur Case Update)।
ঘটনার সূত্রপাত একটি দেওয়াল ভাঙাকে কেন্দ্র করে। অভিযোগ, এক ব্যক্তির বাড়ির পাঁচিল জোর করে ভেঙে দিয়েছিলেন তৃণমূল নেত্রী বেবি কোলে। সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন প্রবীণ সিপিএম নেতা অনিল দাস। আর সেই প্রতিবাদেই সোমবার তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেবি কোলের নেতৃত্বে একদল লোক খরিদা এলাকায় রাস্তায় অনিলবাবুকে ধরে ফেলেন এবং তাঁকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন। প্রাণে বাঁচতে বামনেতা একটি রংয়ের দোকানে আশ্রয় নেন, সেখানেও তাঁকে নিস্তার দেয়নি হামলাকারীরা। অভিযোগ, দোকানের রঙের ডাব্বা তাঁর গায়ে ছুড়ে মারেন, তাতে তিনি পুরোপুরি ভিজে যান।
পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অনিল দাস খড়্গপুর টাউন থানায় পৌঁছে লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূলের বেবি কোলের বিরুদ্ধে।এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তৃণমূলেরই প্রাক্তন বিধায়ক তথা খড়্গপুর সদরের প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ সরকার। তিনি বলেন, “বেবি কোলে আমাদের দলের হলেও বর্তমানে তাঁর কোনও দায়িত্ব আছে কি না, জানি না। তবে যেটাই হোক, এই ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। আমি পুলিশকে অনুরোধ করব, অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নিতে।” অন্যদিকে, এই ঘটনায়অভিযুক্ত বেবি কোলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এহেন বীভৎস ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।