ডিজিটাল ডেস্ক, ৩০ জুন : চাকরির প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে তাঁকে নোটিস পাঠিয়েছে নবগ্রাম থানার পুলিশ (Kartik Maharaj Legal Notice)। আগামীকাল, মঙ্গলবার তাঁকে থানায় হাজিরা দিতে বলা হয়েছে।
সম্প্রতি বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন এক মহিলা। তাঁর অভিযোগ, ২০১৩ সালে কাজের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে মুর্শিদাবাদের নবগ্রাম থানার চাণক্য এলাকার একটি আশ্রমের প্রাইমারি স্কুলে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁকে শিক্ষিকার পদে নিয়োগ করা হয় ও আশ্রমেই থাকার ঘরও দেওয়া হয়। সেখান থেকেই শুরু হয় তাঁর নিদারুণ অভিজ্ঞতা। অভিযোগকারিণী জানিয়েছেন, এক রাতে আচমকাই কার্তিক মহারাজ তাঁকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন এবং নিরুপায় হয়ে তা মেনে নিতে হয়। কারণ, তিনি তখন আশ্রয়হীন অবস্থায় মহারাজের উপরই নির্ভর করছিলেন। পরবর্তীতে দিনের পর দিন তাঁর উপর শারীরিক নিপীড়ন চলতে থাকে বলেও অভিযোগ। শেষমেশ বৃহস্পতিবার রাতে নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা এবং তাঁর উপর হওয়া অত্যাচারের বিচার দাবি করেন।
কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের তদন্তে এবার পদক্ষেপ নিল পুলিশ। সোমবার দুপুরে নবগ্রাম ও বেলডাঙ্গা থানার পুলিশ যৌথভাবে নোটিস নিয়ে হাজির হয় বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘে। যদিও সেসময় কার্তিক মহারাজ উপস্থিত ছিলেন না, তাই তাঁর এক প্রতিনিধির হাতে নোটিস তুলে দেওয়া হয়। ওই নোটিস অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টার মধ্যে তাঁকে নবগ্রাম থানায় হাজিরা দিতে বলা হয়েছে।