ডিজিটাল ডেস্ক, ৩০ জুন : বড় খবর! আইনের কলেজে আইনের ছাত্রীর ‘গণধর্ষণ” নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। এরই মাঝে মূল অভিযুক্ত মনোজিতের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠির যোগ! মনোজিতের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা যাচ্ছে যে ২০২৪ সালের ১৪ ডিসেম্বর সাউথ ক্য়ালক্য়াটা ল কলেজের টিএমসিপি ইউনিয়নকে চিঠি লেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Kasba Manojit-Abhishek Connection)। চিঠির বয়ানে স্পষ্ট কলেজের বার্ষিক ইভেন্টে ‘পরিবর্তন’-এ অভিষেককে আমন্ত্রন করা হয়। এই চিঠিতে ‘পরিবর্তন’-এর সাফল্য় কামনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে অভিযুক্তের একটি ছবি সামনে এসেছে। এ নিয়ে শুরু হওয়া বিতর্কের মধ্যেই সাংবাদিক বৈঠকে মুখ খুলেছেন তৃণাঙ্কুর। তিনি স্পষ্ট জানান, অভিযুক্ত ব্যক্তি সংগঠনের কোনও গুরুত্বপূর্ণ পদে আসীন নন।
সাংবাদিক বৈঠকে তৃণাঙ্কুর জানান, “জেলা সভাপতি যে কমিটি গঠন করেছিলেন, সেখানে ওই যুবকের নাম অন্তর্ভুক্ত ছিল না। আমরা সব সময়েই মূল্যায়ন করি ভাল কাজ, নেতৃত্বের গুণমান, সাংগঠনিক দক্ষতা এবং কাজের অগ্রগতি দেখে। তবে, সেটার অর্থ এই নয় যে কেউ ব্যক্তিগতভাবে কাউকে অনুসরণ করতে পারবে না।”
পাশাপাশি সাংবাদিক বৈঠকে তৃণাঙ্কুর স্পষ্ট জানান, তিনি কাউকে দলের সমর্থক হওয়া থেকে আটকাতে পারেন না। তিনি বলেন, “আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তৃণমূল ছাত্র পরিষদের একটি শাখার সভাপতি মাত্র। তৃণাঙ্কুর ভট্টাচার্য হিসেবে আমার কোনও অধিকার নেই কাউকে নির্দেশ দেওয়ার—তুমি দলে থাকবে না বা তুমি কাউকে পছন্দ করবে না। সেটি আমার কর্তৃত্বের আওতায় পড়ে না। তবে আমি কখনও এমন কাউকে নেতৃত্বে আনব না, যে আমাদের দলের আদর্শ ও পতাকাকে সম্মান দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবে না।” অথচ ধৃতের সম্পর্কে পুলিশ জানতে পেরেছে কলেজেরই ছাত্র পরিষদের নেতা। তিনি ওই আইন কলেজেরই প্রাক্তন পড়ুয়া। বর্তমানে একজন অস্থায়ী কর্মী। এমনকি, কলেজের ছাত্র পরিষদের রাশও তাঁর হাতে।
প্রসঙ্গত কসবায় ল’ কলেজের ভিতরে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতারও করা হয়েছে। বুধবার, ২৫ জুন এই ঘটনার পর নির্যাতিতা তরুণী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর শারীরিক পরীক্ষা করানো হয় পার্ক সার্কাসের কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে। অভিযুক্তদের মধ্যে দু’জনকে বৃহস্পতিবার সন্ধ্যাতেই গ্রেফতার করা হয়।
এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিও অভিষেকের সাথে মনোজিতের একসাথে একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে।