Kasba Manojit Suspend : কসবাকাণ্ডে নয়া মোড়! মনোজিতকে বরখাস্ত করল শিক্ষাদফতর

17

ডিজিটাল ডেস্ক, ৩০ জুন : ‘কসবা কাণ্ড’-এর প্রভাব পড়ল কলেজ প্রশাসনেও। কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্রকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে (Kasba Manojit Suspend)। পাশাপাশি, ঘটনার সঙ্গে যুক্ত দুই ছাত্রকেও বরখাস্ত করার নির্দেশ জারি করেছে শিক্ষাদফতর। ইতিমধ্যেই তিনজনকেই পুলিশ গ্রেফতার করেছে।

গত শুক্রবার সকালে কসবার আইন কলেজে ঘটে যাওয়া গণধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। নির্যাতিতার অভিযোগ, বুধবার সন্ধ্যায় তাঁকে কলেজে আসতে বলা হয়। সেখানে পৌঁছানোর পর তিনজন মিলে তাঁর উপর হামলা চালায় এবং তাঁকে ধর্ষণ করে বলে দাবি। ওই সময় তাঁকে মুখ বন্ধ রাখতে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে, নির্যাতিতা কসবা থানায় গিয়ে লিখিতভাবে অভিযোগ জানান।

মূল অভিযুক্ত মনোজিৎ ছিলেন কলেজের অস্থায়ী কর্মী, মাত্র ৪২ দিন ওই পদে কাজ করেন। ঘটনায় তাঁর জড়িত থাকার অভিযোগে তাঁকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি, অভিযুক্ত দুই ছাত্র—প্রমিত মুখোপাধ্যায় ও জাইব আহমেদ—কলেজের পড়ুয়া ছিলেন, এবং পরিচালন সমিতির সিদ্ধান্ত অনুযায়ী তাঁদেরও বরখাস্ত করা হয়েছে। তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর অনুযায়ী, তাঁদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে এবং এদিন প্রায় আট ঘণ্টা ধরে কলকাতা মেডিক্যাল কলেজে তাঁদের শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়।