Today Market Price:অপরিবর্তিত সুদের হার সঙ্গে পকেটে ছেঁকা!বাজারের খোঁজখবর

11

ডিজিটাল ডেস্ক ২জুনঃআমাদের প্রাত্যহিক জীবনের সাথে লেপটে থাকা বাজারদর নিয়ে রোজই বাঙ্গালির কপালে ভাঁজ ফেলছে । প্রতিদিনের ক্রমবর্ধমান জিনিসপত্রের দামে নাজেহাল মানুষ। তাই রোজকার প্রয়োজনে হোক বা কৌতূহলের বশে- পেট্রল- ডিজ়েল এবং রান্নার গ্যাসের এবং বাজারের কি দাম চলছে তা নজরে রাখতেই হয়। আজ কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ১০৫.৪১ টাকা, গতকালের তুলনায় পেট্রলের দাম পরিবর্তিত হয়েছে ০.০০ শতাংশ। অন্য দিকে,আজ ডিজ়েলের দাম প্রতি লিটারে ৯২.০২ টাকা। ডিজ়েলের দামের পরিবর্তন হয়েছে ০.০০ শতাংশ। পাশাপাশি এ দিন কলকাতায় ১৪.২ কিলো রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা । ব্যবসায়িক গ্যাসের দাম কলকাতায় ১৯ কেজির দামে পরিবর্তন,১৮০২,৫০ টাকা। আজ কলকাতায় বাজারদর কি বলছে আজকের বাজার(Today Market Price)

আলু – ৩৫-৪০ টাকা , চাল – ৬৫টাকা
পটল – ৪০-৫০ টাকা , মুগডাল – ১০০-১২০ টাকা
পেঁয়াজ – ৩৩-৩৫ টাকা , মুসুরডাল – ৯০-১১০ টাকা
ঢেঁড়স – ৫৫-৬০ টাকা , মাছ – ১৮০-২০০ টাকা
লেবু – ৮-১০ টাকা , মাংস –১২০-১৮০ টাকা
সজনে –৬৫-৭২টাকা , কুমড়ো –২৪-২৮ টাকা

স্বল্প সঞ্চয়ে সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এটি লাগু হয়েছে মঙ্গলবার অর্থাৎ পয়লা জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। যার মধ্যে উল্লেখযোগ্য, পোস্ট অফিস সেভিংস, রেকারিং, পিপিএফ, কিষাণ বিকাশ, সুকন্যা সমৃদ্ধি যোজনা ইত্য়াদি। শেষবার ২০২৩-২৪ অর্থবর্ষে এই স্বল্প সঞ্চয়ের প্রকল্পে সুদের হার পরিবর্তন হয়েছিল। চলতি বছরের শুরু থেকেই রিজার্ভ ব্যাঙ্ক দফায় দফায় ১০০ বেসিক পয়েন্ট রেপো রেট ছাঁটাই করেছে। তারপর স্বাভাবিক ভাবে কেন্দ্রের প্রতি সুদের হার বৃদ্ধি নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল। যা আপাতত ভেঙে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সরকারি প্রকল্পে কত সুদ?
পোস্ট অফিস সেভিং অ্য়াকাউন্ট ৪ শতাংশ।
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট ৬.৭ শতাংশ।
পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প ৭.৪ শতাংশ।
পোস্ট অফিস টাইম ডিপোজিট (১ বছর) ৬.৯ শতাংশ।
পোস্ট অফিস টাইম ডিপোজিট (৫ বছর) ৭.৫ শতাংশ।
কিষাণ বিকাশ পত্র ৭.৫ শতাংশ।
পিপিএফ ৭.১ শতাংশ।
সুকন্যা সমৃদ্ধি যোজনা ৮.২ শতাংশ।
সিনিয়র সিটিজেন সেভিং স্কিম ৮.২ শতাংশ।