ডিজিটাল ডেস্ক, ৩ জুলাই : রাজ্য থেকে সরে গিয়েছে নিম্নচাপ। তবে ঝড়-বৃষ্টি এখনই থামছে না রাজ্যে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে।
পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাসহ অন্যান্য জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে।
বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে আলিপুরদুয়ার জেলায়। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুতসহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে রাজ্যে।