ডিজিটাল ডেস্ক, ৩ জুলাই : মালিতে তিন জন ভারতীয় নাগরিককে অপহরণ করেছে এক সশস্ত্র জঙ্গি গোষ্ঠী। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই ঘটনায় জড়িত আল-কায়দা ঘনিষ্ঠ স্থানীয় সন্ত্রাসবাদী সংগঠন নুসরত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (JNIM)। এই ঘটনা ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এখনও পরিষ্কার নয়, অপহরণের নেপথ্যে কোনও নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে কি না।
১ জুলাই মালির একটি কারখানায় একদল সশস্ত্র জঙ্গির হামলার পর তিন ভারতীয় নাগরিককে অপহরণ করা হয় (Indians Kidnapped In Mali)। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, অপহৃতরা ওই কারখানার কর্মী ছিলেন। এই হামলার দায় স্বীকার করেছে আল-কায়দা ঘনিষ্ঠ স্থানীয় জঙ্গি সংগঠন নুসরত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (JNIM)। ঘটনার পরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রক মালি সরকারের সঙ্গে দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করেছে। অপহৃতদের নিরাপত্তা নিশ্চিত করতে মালি প্রশাসনকে সব রকম ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “মালির সরকারকে অনুরোধ করা হয়েছে যাতে অপহৃত ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।”
বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত সরকার এই সহিংস ঘটনার কঠোর নিন্দা করছে এবং অপহৃত ভারতীয়দের দ্রুত ও নিরাপদ মুক্তির জন্য মালি সরকারের প্রতি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, পরিস্থিতির ওপর বিদেশ মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তারা কড়া নজর রাখছেন এবং অপহৃত নাগরিকদের মুক্তি নিশ্চিত করতে বিভিন্ন স্তরে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। প্রসঙ্গত, আল-কায়দা ঘনিষ্ঠ জঙ্গি গোষ্ঠী জেএনআইএম-এর বিরুদ্ধে মালিতে বহু সন্ত্রাসবাদী হামলার অভিযোগ রয়েছে। এবার তাদের লক্ষ্য হয়েছে তিন ভারতীয় নাগরিক।