Bihar Husband Murder : সোনম কাণ্ডের পুনরাবৃত্তি? বিয়ের দেড় মাসের মধ্যে ভাড়াটে খুনি লাগিয়ে স্বামীকে ‘খুন’

8

ডিজিটাল ডেস্ক, ৩ জুলাই : সোনম কাণ্ডের পর একের পর এক চাঞ্চল্যকর ঘটনায় স্তম্ভিত দেশ। এবার বিহার থেকে উঠে এল আরেক মর্মান্তিক খবর। বিয়ের মাত্র দেড় মাসের মাথায় খুন হলেন ২৫ বছর বয়সি এক যুবক। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী ও তাঁর কাকার বিরুদ্ধে। জানা গিয়েছে, নববধূর সঙ্গে তাঁর কাকার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, এবং স্বামী তাঁদের সম্পর্কের অন্তরায় হয়ে দাঁড়ানোয় পরিকল্পিতভাবে তাঁকে সরিয়ে দেওয়া হয় বলে দাবি পুলিশের (Bihar Husband Murder)।

বিহারের ঔরঙ্গাবাদ জেলায় ঘটে যাওয়া এক হৃদয়বিদারক ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গেছে, বছর কুড়ির গুঞ্জা দেবী এবং তাঁর ৫৫ বছর বয়সি কাকা জীবন সিং পরিকল্পিতভাবে গুঞ্জার স্বামী প্রিয়াংশুকে খুন করেন। অভিযোগ, এই হত্যার জন্য তারা এক ভাড়াটে শুটারের সাহায্য নেয়। গোপন সম্পর্কের জেরে স্বামীকে ‘অন্তরায়’ মনে করে এমন নৃশংস পথে হেঁটে ছিলেন তাঁরা। ইতিমধ্যে গুঞ্জা দেবী এবং দুজন ভাড়াটে শুটারকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অভিযুক্ত জীবন সিং এখনও পলাতক এবং তাঁর খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে প্রশাসন।

তদন্তে উঠে এসেছে, গুঞ্জা দেবী ও তাঁর কাকা জীবন সিং-এর মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। তাঁরা বিয়েও করতে চেয়েছিলেন, কিন্তু পরিবারের প্রবল আপত্তিতে তা সম্ভব হয়নি। উলটে গুঞ্জাকে জোর করে বিয়ে দেওয়া হয় প্রিয়াংশুর সঙ্গে। পুলিশ আধিকারিক অমরিশ রাহুল জানান, ২৫ জুন প্রিয়াংশু তাঁর বোনের বাড়ি থেকে নিজের বাড়ির পথে ছিলেন। নবি নগর স্টেশনে নেমে স্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করেন তিনি। ঠিক সেই সময়ই এক ব্যক্তি বাইকে এসে তাঁকে নিতে আসে। অভিযোগ, সেই পথেই মাঝখানে ভাড়াটে শুটার গুলি চালিয়ে খুন করে প্রিয়াংশুকে। ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত এবং নিষ্ঠুর।

প্রিয়াংশু হত্যার তদন্তে একাধিক নতুন তথ্য সামনে এনেছে পুলিশ। সন্দেহভাজন হিসেবে গুঞ্জা দেবীকে গ্রেফতার করা হলে তাঁর মোবাইল পরীক্ষা করে দেখা যায়, বিয়ের পরও কাকা জীবন সিংয়ের সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ রাখতেন তিনি। অন্যদিকে, জীবন সিংয়ের কল রেকর্ড বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, তিনি খুনে জড়িত দুই শুটারের সঙ্গেও একাধিকবার কথা বলেছেন। মামলার তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে বিহার পুলিশ ইতিমধ্যেই গুঞ্জা ও দুই ভাড়াটে শুটারকে গ্রেফতার করেছে। তবে, মূল ষড়যন্ত্রকারী বলে সন্দেহভাজন জীবন সিং এখনও পলাতক রয়েছেন। তাঁর খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।