Dilip Ghosh On Shamik : নতুন সভাপতি পেল বঙ্গ বিজেপি! প্রথমবার মুখ খুললেন দিলীপ

27

ডিজিটাল ডেস্ক, ৩ জুলাই : নতুন ‘ক্যাপ্টেন’ পেয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি। দায়িত্বে আসার সম্ভাবনা থাকলেও, শেষপর্যন্ত দিলীপ ঘোষের হাতে সেই ব্যাটন উঠল না। কী কৌশলে এই সমীকরণ বদলে গেল? সে নিয়ে এবার মুখ খুললেন শমীক ভট্টাচার্যের পূর্বসূরি, দিলীপ ঘোষ (Dilip Ghosh On Shamik)।

বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, দুর্গাপুর হাউস থেকে। হাতে ছিল পরিচিত ডুগডুগি, কিন্তু বৃষ্টির কারণে হাঁটার পথে একাধিকবার বাধার মুখে পড়তে হয় তাঁকে। শেষে এক মিষ্টির দোকানের পাশে চেয়ার পেতে বসে পড়েন। সেখানেই দেখা যায় তাঁকে—মিষ্টি খেতে খেতে বিশ্রাম নিচ্ছেন, যদিও ডায়াবেটিসের জন্য সচরাচর তা এড়িয়েই চলেন। সেই মুহূর্তেই উঠে আসে সদ্য নিযুক্ত রাজ্য সভাপতি প্রসঙ্গ, যার সম্পর্কে মন্তব্য করেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ বললেন, “আমি যখন দলে যোগ দিই, তখন শমীক রাজ্যের জেনারেল সেক্রেটারি ছিলেন এবং একইসঙ্গে নির্বাচিত জনপ্রতিনিধিও। আমাদের দলে একইসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ পদ দেওয়ার রীতি নেই। তাই তখন ওঁকে প্রেসিডেন্ট করা হয়নি। তবে তিনি বহু বছর ধরে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব সামলেছেন, ভালো বলেও কথা বলেন। দল মনে করেছে, সংগঠনের দায়িত্ব নিতে তিনি উপযুক্ত—সেই বিশ্বাসেই দায়িত্ব দেওয়া হয়েছে।” তবে রাজনৈতিক মহলের দাবি, এই পদ পাওয়ার দৌড়ে দিলীপ ঘোষ নিজেও ছিলেন। তাহলে ঠিক কোন রাজনৈতিক সমীকরণে তিনি পিছিয়ে পড়লেন? প্রশ্নটা থেকেই যাচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, “আমি সকাল পাঁচটা থেকে দৌড় শুরু করি, তবে কোনও প্রতিযোগিতার দৌড়ে নেই। রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে বেড়াচ্ছি, কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি—এটাই আমার দায়িত্ব।” তাঁর কণ্ঠে আত্মবিশ্বাস থাকলেও, চোখেমুখে ফুটে উঠছিল স্পষ্ট হতাশার রেখা—যেন দলীয় সিদ্ধান্তে একরকম চাপা খেদ রয়ে গেছে।