Tamanna Parents At Calcutta High Court : মেয়ের হত্যার ন্যায়বিচার চাইতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তামান্নার বাবা ও মা
ডিজিটাল ডেস্ক, ৩ জুলাই : নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলপ্রকাশের দিন তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে প্রাণ হারায় ১০ বছরের তামান্না খাতুন। মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার এবার ন্যায়বিচারের আশায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে (Tamanna Parents At Calcutta High Court)। বৃহস্পতিবার তামান্নার বাবা ও মা আদালতে এসে মামলা দায়ের করেন। অভিযোগ, ঘটনার পর থেকেই বারবার হুমকির মুখে পড়ছেন তাঁরা। তামান্নার বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, “ন্যায় চাইতে আমাদের এতদূর আসতে হল কেন?” আর সেই প্রশ্ন পৌঁছে দেন সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশেও।
কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশের পর ২৩ জুন বিজয় মিছিল বের করেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের সমর্থকেরা। অভিযোগ, ওই মিছিল থেকেই লক্ষ্য করে বোমা ছোড়া হয় হোসেন শেখের বাড়ির দিকে। বিস্ফোরণে মৃত্যু হয় ১০ বছরের তামান্না খাতুনের। শোকস্তব্ধ পরিবার এখন বিচারের আশায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামান্নার মা বলেন, “হুমকি পাচ্ছি, ভয়ও লাগছে। পুলিশকে জানিয়েও কিছু লাভ হয়নি। একটু মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন না—কেন আমাদের এত দূর আসতে হলো? কেন ওঁর উপর ভরসা রাখতে পারিনি? আমি তো একেবারে সাধারণ ঘরের মেয়ে, অথচ কী ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়েছি।”
ওইদিন দুপুরে যখন ভাত খেতে বসেছিল ১০ বছরের তামান্না খাতুন, তখন কে জানত ঘরের মধ্যেই অপেক্ষা করে আছে ভয়াবহতা! বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ছোট্ট মেয়েটি। এখনো শোকের ছায়া ঘিরে রেখেছে হোসেন শেখের পরিবারকে। মেয়ের মৃত্যুসংবাদ পেয়ে ওড়িশা থেকে ছুটে আসেন অসহায় বাবা। আজ তাঁদের একমাত্র আর্তি—দোষীদের যেন ফাঁসি দেওয়া হয়। তামান্নার পরিবারের তরফে ইতিমধ্যেই ২৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ, তদন্ত প্রক্রিয়াও চলছে জোরকদমে। তবে এই মুহূর্তে আইনি লড়াইয়ে আশার আলো খুঁজে পাচ্ছেন তাঁরা—ন্যায়বিচারের উদ্দেশ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন তামান্নার বাবা-মা।