LURIN GOGOI ON CMASSAM: মুখ্যমন্ত্রীকে নিয়ে গুরুতর অভিযোগ লুরিনের

8

LURIN GOGOI ON CMASSAM: মুখ্যমন্ত্রীকে নিয়ে গুরুতর অভিযোগ লুরিনের গরুখুঁটি কেলেংকারি নিয়ে এবার সিবিআই তদন্তের দাবি জানালেন অসম জাতীয় পরিষদ নেতা লুরিনজ্যোতি গগৈ। গোশালা কেলেংকারি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠির লুরিনের।

গরুখুঁটি কেলেংকারি নিয়ে সিবিআই তদন্তের দাবি
গরুখুঁটির গোশালা কেলেংকারি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি
‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হোক জয়ন্তমল্ল বরুয়ার’

এমনটাই দাবি অসম জাতীয় পরিষদ নেতা লুরিনজ্যোতি গগৈয়ের।

গোশালা প্রকল্পের সঙ্গে জুড়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম
এনডিডিবির সঙ্গে ‘মউ’ স্বাক্ষরিত হয়েছিল অসম সরকারের
এনডিডিবি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সংস্থা
এনডিডিবি চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন ডঃ মীনেশ চন্দ্র শাহ
স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এনডিডিবির উপদেষ্টা অমিত শাহ
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অতি ঘনিষ্টদের একজন মীনেশ শাহ

তাই তদন্তের আওতায় আসবেন এঁরা সব। এমনটাই দাবি লুরিনের।
গরুখুঁটি কেলেংকারি নিয়ে রহস্যজনকভাবে নীরব কৃষিমন্ত্রী অতুল বরা

তাই তদন্তের আওতায় আসবেন তিনিও। মুখ্যমন্ত্রী হিমম্তবিশ্ব শর্মা, জয়ন্তমল্ল বরুয়া তো আসবেনই,তদন্তের আওতায় আসবেন বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া, বিধায়ক পদ্ম হাজরিকা, ভুবন পেগু, দিগন্ত কলিতা সহ জড়িত সবাই

যদিও গরুখুঁটি কেলেংকারি নিয়ে বিতর্ক এড়িয়ে যেতে ফের একবার মানুষের নজর ঘুরিয়ে দিতে তৎপর মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা

বিরোধীদের যেখানে কথা বলা উচিত সেটা নিয়ে বলছে না, আর যেখানে চুপ থাকার প্রয়োজন সেখানে চিৎকার-চেঁচামেচি করছে। গরুখুঁটি কেলেংকারি নিয়ে বৃহস্পতিবার ওদালগুড়িতে ঠিক এই ভাষাতেই বিরোধীদের আক্রমণের লক্ষ্য করে নেন মুখ্যমন্ত্রী।

কংগ্রেস যেহেতু গরু কাটা, গরুর মাংস নিয়ে কোনও মন্তব্য করতে পারবে না, তাই গরুর শুভাকাঙ্ক্ষী নয় তারা, বরং বিজেপিই গরুর শুভাকাঙ্ক্ষী। যুক্তি মুখ্যমন্ত্রীর।

যদিও মুখ্যমন্ত্রীর এই যুক্তিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন লুরিন। গরুখুঁটিতে গোশালা প্রকল্পের নামে বেআইনিভাবে উচ্ছেদ চালিয়ে জমি দখলের অপপ্রয়াস করা হয়েছিল বলেও গুরুতর অভিযোগ করেছেন তিনি।

বিতর্ক এড়িয়ে যেতে মুখ্যমন্ত্রী যতই ইস্যু ডাইভার্টের চেষ্টা চালান না কেন, গরুখুঁটি প্রকল্পের ব্যাপক এই অনিয়ম নিয়ে সরকার যে এই মুহূর্তে প্রবল চাপের মুখে রয়েছে এটা জলের মতো স্পষ্ট।