ডিজিটাল ডেস্ক, ৪ জুলাই : চিকিৎসক শান্তনু সেনের রেজিস্ট্রেশন দু’বছরের জন্য বাতিল করেছে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্পষ্ট বার্তা দিয়েছিলেন তিনি—“এক ইঞ্চি জমিও ছাড়ব না, যা করার তাই করব!” শুক্রবার, সেই কথারই প্রতিফলন ঘটিয়ে আইনি পথে এগোলেন তিনি। রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন (Santanu Sen High Court)। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ খারিজের আবেদন জানানো হয়েছে এই মামলায়। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বিষয়টি দাখিল হয়েছে। আগামী সপ্তাহে শুনানি হতে পারে বলেও জানা যাচ্ছে।
ভুয়ো ডিগ্রি বিতর্কে জড়ালেন চিকিৎসক শান্তনু সেন। অভিযোগ, বছরের পর বছর ধরে বিদেশি সংস্থার দেওয়া এফআরসিপি (FRCP) ডিগ্রিকে ভিত্তি করেই রোগী দেখে গিয়েছেন তিনি, অথচ সেই ডিগ্রি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের অনুমতি কিংবা রেজিস্ট্রেশন ছাড়াই পরিচয়পত্রে ব্যবহার করেছিলেন। এই প্রসঙ্গে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের মন্তব্য, “ভুয়ো ডিগ্রি সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হয়েছে। কাউন্সিলকে না জানিয়ে এমন ডিগ্রি ব্যবহার করা একেবারেই নিয়মবহির্ভূত।” ঘটনাচক্রে, সমস্ত প্রমাণ খতিয়ে দেখে শান্তনু সেনের রেজিস্ট্রেশন দু’বছরের জন্য বাতিল করার সিদ্ধান্ত নেয় রাজ্য মেডিক্যাল কাউন্সিল।
পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও চিকিৎসক শান্তনু সেন। তাঁর দাবি, ‘‘আমার কোনও ডিগ্রি ভুয়ো নয়। আমি এমবিবিএস ও ডিএমআরডি ডিগ্রি অর্জন করেছি। রেডিওলজিস্ট হিসেবে কাজ করি এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই ডিএমআরডি করেছি—প্রথম হয়ে গোল্ড মেডেল পেয়েছিলাম।’’ তিনি আরও জানান, ২০১৯ সালে লন্ডন থেকে এফআরসিপি (FRCP) ডিগ্রি অর্জন করেন তিনি। যদিও রাজ্য কাউন্সিলের কাছে তা রেজিস্টার না করায় তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। শান্তনুর সাফ কথা, “আমার সঙ্গে অন্যায় হয়েছে। আমি এটা কিছুতেই মেনে নেব না। যেখানে যাওয়ার যাব, কিন্তু ছাড়ব না।”