ডিজিটাল ডেস্ক, ৪ জুলাই : ধূমপান ও মদ্যপানকারীদের জন্য আসতে চলেছে খারাপ খবর! জিএসটি কাঠামোয় সম্ভাব্য বড় পরিবর্তনের ফলে সিগারেট, তামাকজাত পণ্য এবং মদের দাম এক লাফে বাড়তে পারে। শুধু তাই নয়, দামি গাড়িও হতে পারে আরও ব্যয়বহুল। নয়া কাঠামো কার্যকর হলে অতিরিক্ত করের বোঝা গুনতে হতে পারে এইসব পণ্যের গ্রাহকদের, আর তাতেই চাপ বাড়বে ‘নেশাপ্রবণ’দের পকেটের উপরে (Alcohol Cigarette Price)।
জিএসটি কাঠামোয় বড়সড় বদলের ইঙ্গিত—সমাপ্তির পথে কমপেনসেশন সেসের মেয়াদ। তার জায়গায় কেন্দ্র হেলথ অ্যান্ড এনার্জি সেস এবং ক্লিন এনার্জি সেস চালু করার চিন্তাভাবনা করছে। হেলথ অ্যান্ড এনার্জি সেস মূলত বসানো হবে ‘সিন গুডস’-এর উপর—অর্থাৎ এমন পণ্য যেগুলি শরীরের ক্ষতি করে বলে বিবেচিত হয়। এর আওতায় পড়বে মদ, সিগারেট, খৈনি, গুটকা-সহ বিভিন্ন তামাকজাত দ্রব্য। বর্তমানে এই পণ্যগুলি জিএসটি-র সর্বোচ্চ ২৮% স্ল্যাবে রয়েছে। এর উপরে নতুন সেস চালু হলে একধাক্কায় দাম অনেকটা বেড়ে যেতে পারে—এমনকী সিগারেটের দাম দ্বিগুণ হওয়ার আশঙ্কাও রয়েছে।
বিলাসবহুল গাড়ি কিনতে চলেছেন? সাবধান! সামনে বাড়তে পারে দামের ঝুঁকি। কেন্দ্রীয় সরকার পরিবেশ রক্ষার উদ্দেশ্যে দামি গাড়ির উপর ‘ক্লিন এনার্জি সেস’ বসানোর ভাবনা-চিন্তা করছে। এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হল—পুনর্নবীকরণযোগ্য শক্তিচালিত যানবাহনের ব্যবহার বাড়ানো এবং দূষণ নিয়ন্ত্রণে আনা। তাই পেট্রল বা ডিজেল চালিত বিলাসবহুল গাড়িতে অতিরিক্ত কর চাপানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। যদি ‘হেলথ অ্যান্ড এনার্জি সেস’ ও ‘ক্লিন এনার্জি সেস’ একসঙ্গে কার্যকর হয়, তাহলে এক ধাক্কায় বেড়ে যেতে পারে মদ, সিগারেট, তামাকজাত পণ্য এবং বিলাসবহুল গাড়ির দাম—যার প্রভাব সরাসরি ভোক্তার পকেটেই পড়বে।
একদিকে যেমন ‘সিন গুডস’ বা ক্ষতিকর পণ্যের উপর অতিরিক্ত সেস বসিয়ে দাম বাড়ানোর পরিকল্পনা রয়েছে, তেমনই অন্যদিকে প্রয়োজনীয় দৈনন্দিন ব্যবহার্য পণ্যের দাম কমানোর ইঙ্গিত মিলছে জিএসটি কাউন্সিলের তরফে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জিএসটি কাউন্সিলের আসন্ন বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এতে উপকৃত হতে পারেন সাধারণ ক্রেতারা, কারণ একাধিক পণ্যের ওপর কর হ্রাসের সম্ভাবনা তৈরি হয়েছে।
সম্ভাব্য দাম কমতে পারে যেসব পণ্যের:
- টুথপেস্ট ও টুথ পাউডার
- ছাতা ও সেলাই মেশিন
- প্রেশার কুকার ও রান্নার বাসন
- ইলেকট্রিক ইস্ত্রি ও কম ক্ষমতাসম্পন্ন ওয়াশিং মেশিন
- বাইসাইকেল
- ১ হাজার টাকার বেশি দামের পোশাক
- ৫০০ থেকে ১ হাজার টাকার মধ্যে মূল্যের জুতো
- স্টেশনারি দ্রব্য, টিকা ও সেরামিক টাইলস
যদিও এতে সরকারের উপর ৪০ হাজার কোটি থেকে ৫০ হাজার কোটি টাকার অতিরিক্ত আর্থিক চাপ পড়তে পারে, তবে সেটা মূলত ‘সিন গুডস’-এর উপরে বসানো নতুন সেসের মাধ্যমে পুষিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেই খবর।