Nadia Suicide Case : সিভিক পুলিশের বাড়িতে চোর অপবাদ! কান ধরে ওঠবস! অপমানে চরম সিদ্ধান্ত নদিয়ার বধূর

11

ডিজিটাল ডেস্ক, ৫ জুলাই : শান্তিপুরের সিভিক পুলিশের বাড়িতে পুজোর ফুল তুলতে গিয়ে চোর অপবাদ কান ধরে উঠবস করানোর অভিযোগ আর তারই জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন বছর ৫০-এর গৃহবধূ সরস্বতী দে (Nadia Suicide Case)।

আজ সকালে ঘটনাটি ঘটে, নদীয়ার শান্তিপুর থানার নৃসিংহপুর মধ্য কলোনি এলাকায়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন যাদের বিরুদ্ধে অভিযোগ তারা। অভিযোগ গত ৪ তারিখ ভোর রাতে ফুল তুলতে গিয়েছিলেন ওই মহিলা তারপর তাকে ধরে ফেলে এবং চোর অপবাদ দিয়ে কান ধরে উঠবস করায় বলে এমনটাই অভিযোগ, যার বাড়িতে এই ঘটনা ঘটে মিলন করাতি নামে যুবক শান্তিপুর থানার সিভিক কনস্টেবল। ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

শান্তিপুর থানার এক সিভিক ভলান্টিয়ার, মিলন করাতি, এবং তাঁর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন এক মৃতার পরিবার। তাঁদের দাবি, অভিযুক্তের বাড়ির সামনে থেকে ফুল তোলার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় অপমানজনক আচরণ। মৃতার মেয়ে জানান, শুক্রবার ভোরে তাঁর মা ফুল তুলতে গেলে সিভিক ভলান্টিয়ারের বাড়িতে তাঁকে চড়-থাপ্পড় মারা হয়, কান ধরে ওঠবস করানো হয় এবং প্রকাশ্যে অপমান করা হয়। অপমানিত অবস্থায় বাড়ি ফেরেন তিনি, কিন্তু সেখানেও হয়রানি থেমে থাকেনি। অভিযোগ, মিলন করাতি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে গিয়ে হুমকি দেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন মৃতা। মেয়ের কথায়, “মা এতটাই আতঙ্কে ছিলেন যে ঘর থেকে বের হতেও চাইছিলেন না। আজ সকালে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। হাসপাতালে নিয়ে যাই, কিন্তু তাঁকে বাঁচানো যায়নি।”