Nirav Modi’s Brother Arrest : আমেরিকায় গ্রেফতার নীরব মোদির ভাই নেহাল, ভারতের প্রত্যর্পণের পথে বড় পদক্ষেপ!
ডিজিটাল ডেস্ক, ৫ জুলাই : নীরব মোদির ভাই ও পলাতক হিরে ব্যবসায়ী নেহাল মোদিকে গ্রেফতার করেছে মার্কিন কর্তৃপক্ষ (Nirav Modi’s Brother Arrest)। তাঁর প্রত্যর্পণের জন্য ভারতের কেন্দ্রীয় দুই তদন্ত সংস্থা—সিবিআই ও ইডি—টানা চাপ সৃষ্টি করছিল আমেরিকার প্রশাসনের উপর। ধারণা করা হচ্ছে, সেই কারণেই গ্রেফতারির প্রক্রিয়ায় সক্রিয় হয়েছে হোয়াইট হাউস। উল্লেখযোগ্যভাবে, নেহালের বিরুদ্ধেও ভারতের মাটিতে রয়েছে বিপুল পরিমাণ আর্থিক প্রতারণার একাধিক অভিযোগ, একেবারে তাঁর দাদার পথ অনুসরণেই।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত নীরব মোদির সঙ্গে নাম জড়িয়েছে তাঁর ভাই, ৪৬ বছর বয়সী নেহাল মোদিরও। বর্তমানে বেলজিয়ামের নাগরিক নেহালকে শুক্রবার, ৪ জুলাই মার্কিন প্রশাসনের তরফে গ্রেপ্তার করা হয়। সিবিআই ও ইডির অনুরোধে ইন্টারপোল রেড কর্নার নোটিস জারি করায় তাঁর গ্রেফতারির প্রক্রিয়া দ্রুত গতিতে এগোয়। পরদিন, শনিবার নেহালকে আমেরিকার আদালতে পেশ করা হলে মার্কিন তদন্ত সংস্থাগুলি তাঁকে নিজেদের হেফাজতে নেয়। আগামী শুনানি ধার্য হয়েছে ১৭ জুলাই। অনুমান করা হচ্ছে, খুব শীঘ্রই তাঁকে ভারতে প্রত্যর্পণ করা হতে পারে।
নীরব মোদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কসহ একাধিক ভারতীয় ব্যাঙ্কে আর্থিক জালিয়াতির অভিযোগে দেশ থেকে পলায়ন করেছিলেন। তাঁর আত্মীয় মেহুল চোকসিও-ও পলাতক হন একই সময়। ২০১৯ সালের ১৪ মার্চ লন্ডনের একটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার সময় ধরা পড়েন নীরব। প্রায় এক বছর আগে আদালতে তিনি দাবি করেন, “আমার সব সম্পত্তি ফ্রিজ করা হয়েছে। এমনকি আইনজীবীর ফি দেওয়ারও সামর্থ্য নেই।” সেই সঙ্গে তিনি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে “ভিত্তিহীন” বলেও অভিহিত করেন। প্রসঙ্গত, ২০২৪ সালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইনের আওতায় নীরব মোদির ২৯ কোটি ৭৫ লক্ষ টাকার সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করে।