Behala Death Case:শখের বাজারে মদের ফোয়ারায় মৃত্যু যুবকের,গ্রেপ্তার বন্ধু ও তার বাবা

48

ডিজিটাল ডেস্ক ৬ই জুলাইঃ খাস কলকাতায় তরুণ খুন!রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে বেহালার শখের বাজার এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ,মদের আসরে অশান্তির জেরে এক বন্ধু ও তার বাবার মারে মৃত্যু হয়েছে তরুণের। এই ঘটনায় এক যুবক ও তাঁর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ(Behala Death Case)।

মৃতের নাম বাপি অধিকারী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাপি-সহ চার বন্ধু রাতভর মদ্যপান করেন। রবিবার সকালে তিন বন্ধু মিলে আসরে থাকা আরেক যুবককে চড়-থাপ্পর মারে। মার খেয়ে ওই যুবক তাঁর বাবাকে ফোন করেন। তিনি এসে শখের বাজার সুপার মার্কেটের সামনেই তিন বন্ধুকে মারধর করতে শুরু করেন। স্থানীয় দোকানদার জানান, বাপিকে রাস্তায় ফেলে লাথিও মারা হয়। তিনি পালানোর চেষ্টা করেও লাভ হয়নি। বাপিকে টেনে এনে মারধর করা হয়।

ব্যাক্তি এলাকায় পৌঁছে প্রতিশোধ নিতে বাপি হালদার-সহ তিনজনকে মারতে শুরু করেন। মারতে মারতে নিয়ে যান সুপারমার্কেটের ভিতর। রবিবার হওয়ায় মার্কেটে তখন লোকজন ছিল। দোকান বাজার শুরু হয়ে গেছিল। কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই বাপি পড়ে যান ও জ্ঞান হারান। তাঁকে তড়িঘড়ি বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ডিএইচ রোডের উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁদের জামা-কাপড়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, লাথি মারছিলেন ব্যক্তি, এমন হবে বুঝতে পারেননি।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতের বন্ধু ও তাঁর বাবাকে আটক করেছে। নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। যে জায়গায় এই ঘটনা হয়েছে, সেখানে ট্র্যাফিক পুলিশের অফিস রয়েছে, কিন্তু তারপরও এমন ঘটনা কেন কারও চোখে পড়ল না। প্রকাশ্যে এভাবে একজনকে পিটিয়ে খুন করা হল, তা কেউ দেখলই না, সেনিয়ে প্রশ্ন উঠছে।