Modi Remembering Tagore : আর্জেন্টিনা সফরে রবি-স্মরণ প্রধানমন্ত্রী, শ্রদ্ধা জানিয়ে পোস্ট করলেন বাংলায়
ডিজিটাল ডেস্ক, ৬ জুলাই : আর্জেন্টিনা সফরে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বুয়েনস আইরেসে অবস্থানকালে, রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্য অর্পণ করেন তিনি। এরপর ওই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বাংলায় লেখা ক্যাপশনসহ শেয়ার করেন প্রধানমন্ত্রী।
শুক্রবার বিকেলে আর্জেন্টিনার বুয়েনস আইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi Remembering Tagore)। স্থানীয় প্রথা অনুযায়ী তাঁকে বরণ করে নেওয়া হয় এবং প্রদান করা হয় গার্ড অফ অনার। দেশটিতে পা রেখেই প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, “ভারত-আর্জেন্টিনার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে এই বুয়েনস আইরেস সফর। প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইয়ের সঙ্গে সাক্ষাতের জন্য আমি আগ্রহী।” উল্লেখযোগ্যভাবে, গত ৫৭ বছরে এই প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকের উদ্দেশ্যে আর্জেন্টিনা সফরে গেলেন।
দ্বিপাক্ষিক বৈঠক শেষ করে বুয়েনস আইরেসের রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে এক্স হ্যান্ডেলে বাংলায় লেখেন, “বুয়েনস আইরেসে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম। ১৯২৪ সালে তাঁর আর্জেন্টিনা সফর স্থানীয় সমাজ, বিশেষ করে শিক্ষাবিদ ও ছাত্রছাত্রীদের মনে গভীর প্রভাব ফেলেছিল। ভারতীয় ইতিহাস ও সংস্কৃতিতে গুরুদেবের অবদান নিয়ে আমরা গর্বিত। শিক্ষা ও জ্ঞানের গুরুত্ব নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি আজও আমাদের অনুপ্রেরণা দেয়।”
প্রসঙ্গত, আজ থেকে এক শতাব্দীরও বেশি সময় আগে, ১৯২৪ সালে আর্জেন্টিনায় প্রথমবারের মতো পা রাখেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর গন্তব্য ছিল পেরু, কিন্তু পথিমধ্যেই শারীরিক অসুস্থতার কারণে তাঁকে বুয়েনস আইরেসে থামতে হয় চিকিৎসার উদ্দেশ্যে। সেখানেই এক নাটকীয় মোড়ে আলাপ হয় আর্জেন্টিনার তরুণ কবি ও সাহিত্যপ্রেমী ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে। ভিক্টোরিয়ার আতিথ্যে ৫৮ দিন তাঁর বাড়িতে কাটান রবীন্দ্রনাথ। সেই সময়েই তিনি ফিরে পান স্বাস্থ্যের জোর এবং সৃষ্টি করেন এক অনন্য কাব্য— পূরবী। তাঁদের বন্ধুত্ব ও সাহিত্যচর্চা শুধু সে সময়ের নয়, আজও সাহিত্যপ্রেমীদের জন্য এক অনুপ্রেরণার অধ্যায় হয়ে আছে।