ডিজিটাল ডেস্ক ৬ই জুলাইঃ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। সেখান থেকেই ফের রাজ্যবাসীকে একত্রিত হওয়ার ডাক দেন বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য । বলেন,বর্তমানে রাজ্যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যার হাল ফেরাতে দলমত নির্বিশেষে সকলকে এক হতে হবে (Shyama Prasad Mukherjee)।
নতুন দায়িত্ব পেয়েই ২৬-এ তৃণমূলের বিসর্জন করবেন বলে হুঙ্কার দিয়েছেন শমীক। রবিবারের অনুষ্ঠান থেকেও সেই একই সুরে কার্যত বিঁধলেন রাজ্যের শাসক দলকে। তিনি বলেন,”রাজ্যে বিভাজনের রাজনীতি চলছে, তাকে বন্ধ করতে হবে। রাজ্যটাকে আগে বাঁচাতে হবে। এই কাজ করার দায়িত্ব শুধু একটা রাজনৈতিক দলের নয়, একটা সমাজের। তাই সবাইকে এক হতে হবে। নাহলে এই বাংলা আর থাকবে না।”
বিষয়টিকে রাজনৈতিক আঙ্গিক দিয়ে না দেখারই বার্তা দিয়েছেন শমীক ভট্টাচার্য। তাঁর সংযোজন,”এটা আমরা-ওরার বিষয় নয়। যারা আমাদের ভালবাসেন, সমালোচনা করেন, এমনকী ঘৃণা করেন তাদেরও এগিয়ে আসতে হবে। আগে মাটিকে বাঁচাতে হবে। ধর্মান্ধ, মৌলবাদ, ফ্যাসিজম গ্রাস করছে গোটা পৃথিবী, তার বিরুদ্ধে সংবদ্ধ লড়াই লড়তে হবে।”
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে কথা বলতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ”১৯৪৭ সালের ২০ জুন, এই ব্যক্তি যদি পশ্চিমবঙ্গ সৃষ্টি না করতেন, তাহলে বাঙালি-হিন্দু তাঁর হোমল্যান্ড পেত না। তিনি যে আদর্শ নিয়ে পথ চলেছেন তার সেই আদর্শ এখন প্রতিষ্ঠিত করার সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে। ২০২৬ সালে সেই কাজ করে দেখাতে হবে বাংলার মানুষকে।” শুভেন্দুর কথায়, এমনটা হলে বাংলার প্রগতি, উন্নয়নে কোনও বাধা থাকবে না। দুর্নীতি, অত্যাচার থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ।