Today Weather Update:গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশার উপকূলে ঘূর্ণাবর্ত, প্রভাব বাংলা জুড়ে ভারী বৃষ্টি
ডিজিটাল ডেস্ক ৭ই জুলাইঃ ফের বাংলার আকাশে নিম্নচাপ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশার উত্তর দিকে যে ঘূর্ণাবর্ত রয়েছে,তার প্রভাবেই এই নিম্নচাপটি তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে দক্ষিণবঙ্গে। ফলস্বরূপ উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় দফায় দফায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ গত ৬ ঘণ্টায় নিজের শক্তি বাড়িয়েছে এই নিম্নচাপ। এর অভিমুখ ছত্রিশগড় ঝাড়খণ্ডের দিকে। দক্ষিণবঙ্গে সোমবার ১৫টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তালিকায় থাকা উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে (Today Weather Update)। তাঁর উপর দোসর এই নিম্নচাপ। এর কারণে সমুদ্রে উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাংলার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা আজ বিকেল পর্যন্ত। সঙ্গে সঙ্গে সতর্ক বার্তাও জানানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে সমুদ্রের উপকুলে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য। এই নিম্নচাপের সময় সমুদ্রে নামতে বারন করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে।
কলকাতার আবহাওয়া
কলকাতার অধিকাংশ জায়গায় সোমবার সকালে আকাশ মেঘলা। বৃষ্টির কারণে তাপমাত্রা কম আছে শহরে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সোমবারও তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন আসবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি সব জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা উপকূল ও পশ্চিমের জেলায়। বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। কাল মঙ্গলবার বিকেলের পর থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলতে পারে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরো কমবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে সোমবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। কাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। আজ সোমবার মালদা সহ নিচের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গেও।