Anubrata Case SP at High Court : অনুব্রত-কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ বীরভূমের এসপি

18

ডিজিটাল ডেস্ক, ৮ জুলাই : বীরভূমের তৃণমূল নেতা ও প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ভাইরাল অডিও সংক্রান্ত মামলার তদন্তে জাতীয় মহিলা কমিশনের নির্দেশে ১ জুলাইয়ের মধ্যে দিল্লিতে হাজিরা দেওয়ার কথা ছিল বীরভূমের পুলিশ সুপারের। তবে সেই হাজিরা এড়িয়ে বর্তমানে তিনি কলকাতা হাইকোর্টের শরণাপন্ন (Anubrata Case SP at High Court)।

আদালত সূত্রে জানা গেছে, আগামীকাল, অর্থাৎ বুধবার মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হাইকোর্টে আবেদন করার বিষয়টি নিয়ে বীরভূমের এসপি এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

সম্প্রতি বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি বোলপুর থানার আইসিকে অপমানজনক ভাষা ব্যবহার করেন এবং তাঁর পরিবারের মহিলাদের নিয়ে অশোভন মন্তব্য করেন। ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ। এ বিষয়ে ইতিমধ্যেই জেলা পুলিশের কাছে দু’দফায় ‘অ্যাকশন টেকেন’ রিপোর্ট চায় জাতীয় মহিলা কমিশন। তবে কমিশন সেই রিপোর্টে সন্তুষ্ট না হওয়ায় বীরভূমের পুলিশ সুপার আমনদীপকে দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত বোলপুর থানার আইসি লিটন হালদারের দায়ের করা অভিযোগে বলা হয়েছে, অনুব্রত মণ্ডল ফোনে তাঁকে ও তাঁর পরিবারকে হুমকি দেন এবং কুরুচিকর ভাষা ব্যবহার করেন। এমন গুরুতর অভিযোগের পরেও অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে উঠেছে প্রশ্ন। জাতীয় মহিলা কমিশন জানতে চেয়েছে, কেন অনুব্রতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি। যদিও জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করছেন, তাই আপাতত হেফাজতে নেওয়ার প্রয়োজন দেখা যাচ্ছে না।