Air India Crash Black Box Report : জমা পড়ল আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট! কী উঠে এল রিপোর্ট?
ডিজিটাল ডেস্ক, ৮ জুলাই : আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ব্ল্যাক বক্স হাতে আসার পর, মঙ্গলবার ‘এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো’ কেন্দ্রীয় দফতরে দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট পেশ করে (Air India Crash Black Box Report)। এএনআই সূত্রে খবর, তদন্তের প্রাথমিক পর্যায়ে সংগৃহীত তথ্য বিশ্লেষণের ভিত্তিতেই এই রিপোর্ট তৈরি হয়েছে।
প্রসঙ্গত ১২ জুন, আহমেদাবাদের মেঘানিনগরে বিজে মেডিক্যাল কলেজের ক্যান্টিনে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ নম্বর বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি সহ বহু যাত্রী। অলৌকিকভাবে উড়ানে থাকা মাত্র একজন যাত্রীর প্রাণ রক্ষা পায়। উল্লেখযোগ্য যে, ২০১১ সালে যাত্রা শুরু করার পর থেকে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান অত্যন্ত নিরাপদ বলেই পরিচিত ছিল এবং এর আগে এমন কোনো দুর্ঘটনার খবর মেলেনি। তাই এমন একটি সুরক্ষিত উড়ান কীভাবে এই ভয়াবহ বিপর্যয়ে পড়ল, তা এখনও ধোঁয়াশায়। তদন্তকারীরা আশা করছেন, উদ্ধার হওয়া দুটি ব্ল্যাক বক্স এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ প্রমাণ দিতে পারে।
মঙ্গলবার কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা সংক্রান্ত একটি প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ করেছে ‘এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো’। যদিও রিপোর্ট জমা পড়লেও, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও ধোঁয়াশায় ঢাকা। সূত্রের খবর, সপ্তাহের শেষের দিকে রিপোর্টটি জনসমক্ষে প্রকাশ করা হবে। ঠিক কী তথ্য রয়েছে তাতে, তা এখনও পরিষ্কার নয়—তবে ধারণা করা হচ্ছে, এই রিপোর্টে দুর্ঘটনার পেছনের সম্ভাব্য কারণ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত থাকতে পারে।