Today Market Price:বর্ধিত মুল্যের বাজারে বিষফোঁড়া হয়ে দাঁড়াল বৃষ্টি,সঞ্চয়ে ঘাটা!

12

ডিজিটাল ডেস্ক ৯ই জুলাইঃ আমাদের প্রাত্যহিক জীবনের সাথে লেপটে থাকা বাজারদর নিয়ে রোজই বাঙ্গালির কপালে ভাঁজ ফেলছে । প্রতিদিনের ক্রমবর্ধমান জিনিসপত্রের দামে নাজেহাল মানুষ। তাই রোজকার প্রয়োজনে হোক বা কৌতূহলের বশে- পেট্রল- ডিজ়েল এবং রান্নার গ্যাসের এবং বাজারের কি দাম চলছে তা নজরে রাখতেই হয়। আজ কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ১০৫.৪১ টাকা, গতকালের তুলনায় পেট্রলের দাম পরিবর্তিত হয়েছে ০.০০ শতাংশ। অন্য দিকে,আজ ডিজ়েলের দাম প্রতি লিটারে ৯২.০২ টাকা। ডিজ়েলের দামের পরিবর্তন হয়েছে ০.০০ শতাংশ। পাশাপাশি এ দিন কলকাতায় ১৪.২ কিলো রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা । ব্যবসায়িক গ্যাসের দাম কলকাতায় ১৯ কেজির দামে পরিবর্তন,১৮০২,৫০ টাকা। আজ কলকাতায় বাজারদর কি বলছে আজকের বাজার(Today Market Price)

আলু – ৩০-৩৩ টাকা , চাল – ৬০ টাকা
পটল – ৩৭-৪১ টাকা , মুগডাল – ১০০-১২০ টাকা
পেঁয়াজ – ৬৩-৭০টাকা , মুসুরডাল – ৯০-১১০ টাকা
ঢেঁড়স – ৩৭-৪১ টাকা , মাছ – ১৮০-২০০ টাকা
লেবু – ৬-১০ টাকা , মাংস – ১০০-১৪০ টাকা
সজনে –৯২-১০২ টাকা , কুমড়ো – ২৫-২৮ টাকা

সরকারি প্রকল্পে কত সুদ?
পোস্ট অফিস সেভিং অ্য়াকাউন্ট ৪ শতাংশ।
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট ৬.৭ শতাংশ।
পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প ৭.৪ শতাংশ।
পোস্ট অফিস টাইম ডিপোজিট (১ বছর) ৬.৯ শতাংশ।
পোস্ট অফিস টাইম ডিপোজিট (৫ বছর) ৭.৫ শতাংশ।
কিষাণ বিকাশ পত্র ৭.৫ শতাংশ।
পিপিএফ ৭.১ শতাংশ।
সুকন্যা সমৃদ্ধি যোজনা ৮.২ শতাংশ।
সিনিয়র সিটিজেন সেভিং স্কিম ৮.২ শতাংশ।