Srijan Bhattacharya:রণক্ষেত্র গাঙ্গুলিবাগান ,আহত সৃজন-সহ ১৯ জন আটক

17

ডিজিটাল ডেস্ক ৯ই জুলাইঃ শ্রমিক ও কৃষক-বিরোধী কেন্দ্রীয় নীতির প্রতিবাদে বুধবার দেশজুড়ে সাধারণ ধর্মঘট চলছে। বনধ সফল করতে পথে নেমেছেন বাম কর্মী সমর্থকরা। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য আহত হয়েছেন বলে অভিযোগ। বেকারত্বের বিরুদ্ধে বামেদের ধর্মঘট নিয়ে উত্তাল যাদবপুরের গাঙ্গুলিবাগান। মিছিলে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধমার পরিস্থিতি। পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। তাঁর হাতে চোট লেগেছে, জামা ছিঁড়ে গিয়েছে বলে খবর। এক মহিলা অসুস্থ হয়ে পড়েছেন বলেই খবর। তবে সৃজনের হুংকার,“মিছিল এগোবেই(Srijan Bhattacharya)।”

অবরোধের জেরে রেলে ভোগান্তির শিকার হয় যাত্রীরা। শিয়ালদহ মেন লাইন- বেলঘরিয়া, ব্যারাকপুর, কৃষ্ণনগর-সহ একাধিক জায়গায় রেল অবরোধ করা হয়। মাঝ পথেই থেমে যায় ট্রেনের চাকা। পুলিশ এসে ধর্মঘটিদের সরাতে চাইলে শুরু হয় বচসা, সেই থেকে হাতাহাতি। এরফলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে ট্রেন। শিয়ালদহের দক্ষিণ শাখাতেও একাধিক জায়গায় ট্রেন অবরোধের চেষ্টা হয়। যাদবপুর স্টেশনেও দেখা যায় একই ছবি।

ধর্মঘটকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই অশান্তি চলছে গোটা দেশে। বাদ যায়নি বাংলাও। একাধিক জায়গায় রেল অবরোধ করেন ধর্মঘটীরা। আটকানো হয় বাসও। এদিন সকালে যাদবপুর থেকে এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে শুরু হয় মিছিল। টায়ার জ্বালানো হয় রাস্তায়। গাঙ্গুলিবাগান এলাকায় মিছিল আটকায় পুলিশ। তখনই সৃজনের সঙ্গে শুরু হয় কথাকাটাকাটি। এক পর্যায়ে তা ধস্তাধস্তিতে পৌঁছয়। সৃজনকে ধরে টানাহেঁচড়া করা হয় বলে অভিযোগ। তাঁর হাটে চোট লাগে,ছেঁড়ে জামা। এদিন সকাল থেকেই ধর্মঘট ঘিরে বিভিন্ন জেলা থেকে বিক্ষিপ্ত অশান্তির ছবি সামনে আসছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বাম কর্মী সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। বনধ শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই জলপাইগুড়িতে ১৫ জন ধর্মঘটিদের গ্রেফতার করা হয়।

মহিলা বাম-সমর্থকরাও আক্রান্ত হন বলে অভিযোগ। একজন অসুস্থ হয়ে পড়েন। তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। এরপর ঘটনাস্থলে যান ডিসি,এসএসডি বিদিশা কলিতা। এদিকে সৃজন হুংকার ছাড়েন তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে। সাফ জানান, মিছিল হবেই। পরিস্থিতি আয়ত্তে আনতে শেষে সৃজন-সহ ১৯ জনকে পুলিশ আটক করেছে বলে খবর।