Rabindranagar:৪৩ দিন নিখোঁজের পর,ঘরের ছেলে ফিরল ঘরেঃরবীন্দ্রনগরকাণ্ড

14

ডিজিটাল ডেস্ক ১০ই জুলাইঃ ৪৩ দিন নিখোঁজ থাকার পর নিজেই গ্রামের বাড়িতে ফিরে এল ইসলামপুরের নির্যাতিত নাবালক। ঘরের ছেলেকে ফিরে পেয়ে আনন্দের বান ডাকল পরিবারে। জানা গেছে পরিবারের লোকজন তাকে ভর্তি করায় ইসলামপুর(Islampur) হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গেছে নাবালক ছেলেটি মানসিক ভাবে দুর্বলও হয়ে পড়ে। ইসলামপুরের ছয়ঘোরিয়া গ্রামের বাসিন্দা ১৪ বছরের ওই নাবালক সন্তোষপুরের রবীন্দ্রনগর থানা এলাকায় দাদার সঙ্গে একটি কারখানায় কাজ করতে এসেছিল। সেখানেই গত ৩০ মে মোবাইল চুরির অপবাদ দিয়ে নৃশংস অত্যাচার করা হয় তাঁর উপরে। সেই অত্যাচারের ভিডিও সামনে আসতেই হইচই পড়ে। তারপর থেকেই আর খোঁজ মিলছিল না ওই কিশোরের। তাঁর এক আত্মীয়ের দাবি, মহেশতলা এলাকাতেই ছিল ওই কিশোর। তাঁকে আটকে রেখে ঘরের কাজ করানো হচ্ছিল। ফাঁক বুঝে সেখান থেকে পালিয়ে ঘরে ফেরে সে। তবে ওই কিশোর এই নিয়ে কিছু বলতে চায়নি(Rabindranagar)।

মাস দেড়েক আগে মহেশতলার একটি জিন্সের কারখানায় অমানবিক অত্যাচারের শিকার হয়েছিল এক নাবালক। অভিযোগ, চোর সন্দেহে উল্টো করে ঝুলিয়ে তাঁকে বিদ্যুতের শক দেওয়া হয়েছিল। ভাইরাল ভিডিও সামনে আসতেই রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। সেই ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি দ্য ওয়াল। অনেক তল্লাশিতেও খোঁজ না মেলায় অনেকেই আশঙ্কা করেছিলেন, ওই কিশোরকে হয়তো খুন করে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত বাড়ি ফিরে এল ওই নির্যাতিত কিশোর।

মহেশতলায় জিন্সের প্যান্ট ওয়াশের কারখানা রয়েছে ইসলামপুরের বাসিন্দা শাহেনশার। সেই কারখানায় কাজ দেওয়ার নামে একই পরিবারের দুই ভাইকে তিনি ইসলামপুর থেকে মহেশতলায় নিয়ে এসেছিলেন। গত দু’মাস ধরে সেখানেই কাজ করছিলেন ওই দুই ভাই। তাদের বাড়ি ইসলামপুর থানার ছোঘরিয়া এলাকায়। ওই কিশোরের ঘরে ফেরার খবর পেয়ে জেলা পুলিশের আধিকারিকরা তাঁর বাড়িতে পৌঁছয়। তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। এতদিন সে কোথায় কীভাবে ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।