Bhangar Death News:শিরনামে রক্তাত ভাঙড়,ভর সন্ধ্যায় তৃণমূল নেতা খুন

11

ডিজিটাল ডেস্ক ১১ই জুলাইঃ ফের অশান্ত ভাঙড়। ভর সন্ধ্যা তৃণমূল নেতা লক্ষ্য় করে গুলি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। বাড়ি ফেরা আর হল না রাজ্জাক খাঁর । বুধবার সন্ধেয় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের(Bhangar Death News) চালতাবেড়িয়া অঞ্চলে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন তৃণমূল নেতা। প্রত্যক্ষদর্শীদের দাবি,বাইকে করে এসে একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী রাজ্জাক খাঁর উপর গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তাল হয়ে ওঠে চালতাবেড়িয়া ও পার্শ্ববর্তী এলাকা। দোষীদের দ্রুত গ্রেফতারির দাবিতে রাস্তায় নামেন তৃণমূল সমর্থকেরা। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি, তবে পুলিশ তদন্তে নেমেছে।

গুলি করার পাশাপাশি নৃশংসভাবে কোপানো হয়েছে বলেও অভিযোগ বিধায়ক শওকত মোল্লার। আইএসএফ-এর দিকে আঙুল তুলেছেন তিনি। সরাসরি আইএসএফ বিধায়কের নাম নিয়ে তৃণমূল বিধায়ক বলেন,“নওশাদ সিদ্দিকীর মদতে খুন করা হয়েছে। শওকত মোল্লা জানান, বৃহস্পতিবার তৃণমূলের পরপর দুটি বৈঠকে যোগ দিয়েছিলেন রজ্জাক। সেই মিটিং শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি। এই ঘটনার পেছনে আইএসএফ-এর আশ্রয়ে থাকা দুষ্কৃতীদের হাত রয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি দোষীদের দ্রুত পাকড়াও করা হোক।” তিনি আরও বলেন আসলে ভাঙড় এলাকায় আইএসএফ-র অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে বলে এইসব কাজ করছে। পুলিশকে বলব,অবিলম্বে এই সমাজবিরোধীদের গ্রেফতার করতে হবে ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

তবে এই অভিযোগে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি আইএসএফ-এর তরফে।